adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মন্দির ভাঙচুরের সময় ছাত্রলীগ নেতাসহ ৯ জন গ্রেফতার

ডেস্ক রিপোর্ট : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দেওপাড়া এলাকায় মঙ্গলবার সকালে শতবর্ষী একটি মন্দির ভাঙচুরের সময় উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আব্দুল বারেকসহ নয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানাউল হক জানান, দেওপাড়া এলাকার ওই জমিটি নুরুল ইসলাম নামে এক ব্যক্তি নিজের বলে দাবি করেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকালে নুরুল ইসলাম ছাত্রলীগ নেতা আব্দুল বারেকসহ দলবল নিয়ে মন্দিরটি ভাঙচুর করতে আসে। এ সময় এলাকার সনাতন ধর্মলম্বীরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নয়জনকে গ্রেফতার করে নিয়ে আসে।
অন্যরা হচ্ছেন- শাহজাহান আলী, সুইট, মোমিন আলী, ওয়াজেদ আলী, শহর আলী, সাবের উদ্দীন, ফারুক হোসেন। এ ব্যাপারে গোপাল চন্দ্র কর্মকার বাদী হয়ে নাচোল থানায় একটি মামলা দায়ের করেছেন।
নাচোল উপজেলা ইউএনও সুফিয়া আক্তার রুমি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 
গোপাল চন্দ্র কর্মকার জানান, মন্দিরটি শত বছরের বেশি পুরনো। বতর্মানে মন্দিরের জমিটি পরিত্যাক্ত সম্পত্তি হিসেবে চিহ্নিত। দেওপাড়া গ্রামের হিন্দু জনসাধারণ দীর্ঘদিন ধরে ওই মন্দিরে কালীপূজা করে আসছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া