adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ায় বিমানের ইঞ্জিনে আগুন

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ায় মঙ্গলবার পার্থ থেকে ব্যারো দ্বীপগামী একটি বিমান আকাশে ওড়ার পরপরই ইঞ্জিনে আগুন ধরে যায়। তবে বিমানটি ৯৩ জন আরোহী নিয়ে পার্থ বিমান বন্দরে নিরাপদে অবতরণ করে। পার্থ বিমানবন্দরের কর্মকর্তারা একথা জানান।
কবহাম এভিয়েশনের বৃটিশ অ্যারোস্পেস ১৪৬ বিমানটির ইঞ্জিনে আগুনের ঘটনায় এর আরোহীরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। কিন্তু এতে কেউ আহত হয়নি। অস্ট্রেলিয়ার বিমান সংস্থার মুখপাত্র এএফপিকে বলেন, ‘বিমানটি উড্ডয়নের পরপরই এর দু’টি ইঞ্জিনে আগুন ধরে যায়। তখন পাইলট ইঞ্জিন দু’টি বন্ধ করে দিয়ে আগুন নিভিয়ে ফেলে এবং পার্থ বিমান বন্দরে ফিরে আসে।’
তিনি আরো বলেন, ‘বিমানটি সেখানে নিরাপদে অবতরণ করে এবং এর দারজার সামনে ট্যাক্সি ভিড়িয়ে যাত্রীদের দ্রুত বিমান থেকে নামানো হয়। এসময় দমকল বাহিনীর কর্মীরা বিমানটির চারপাশে সতর্ক অবস্থান নেয়। প্রত্যদর্শীরা জানান, তারা ব্রিটিশ অ্যারোস্পেস ১৪৬ বিমান উড্ডয়নের পরপরই এর ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া