adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকায় স্বস্তির বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক : তপ্ত ঢাকায় হয়ে গেল এক পশলা স্বস্তির বৃষ্টি। এতে তীব্র তাপদাহে হাঁপিয়ে ওঠা রাজধানীবাসীর জীবনযাত্রায় শান্তি ফিরে এসেছে।
সোমবার সকালে হঠাৎ রাজধানীর আকাশ ছেঁয়ে যায় কালো মেঘে। তখন অফিসগামী লোকজন ছুটোছুটি করতে থাকেন। এর পর শুরু হয় প্রতীক্ষিত বৃষ্টি। শীতল হয়ে ওঠে ঢাকার বাতাস। এতে স্বস্তির নিঃশ্বাস পেলো নগরবাসী।  
সকাল সাতটাপর দিকে বৃষ্টি হয় আজিমপুরে। আটটার দিকে কাকরাইল এলাকায় বৃষ্টিপাত হয়। এছাড়া রাজধানীর অন্যান্য স্থানেও বৃষ্টি হয়েছে। রোববার বিকেলেও রাজধানীর কয়েকটি  স্থানে বৃষ্টি হয়।
গত কয়েকদিন ধরেই ঢাকায় ৪০ ডিগ্রির বেশি তাপমাত্রা বিরাজ করছিল। গতকাল আবহাওয়া অধিদপ্তরে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল, রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার কুমিল্লা অঞ্চলসহ রাজশাহী, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত: শুষ্ক থাকতে পারে।
৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থা সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত 
বিস্তৃত। স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া