adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

গাধা-জেব্রার মিলনে জš§ নিলো ‘গাব্রা’

ডেস্ক রিপোর্ট : সুকুমার রায় এক সময় লিখেছিলেন ‘হাঁস ছিল, সজারু, (ব্যাকরণ মানি না), হয়ে গেলে “হাঁসজারু” কেমনে তা জানি না। বক কহে কচ্ছপে ‘বাহবা কি ফুর্তি! অতি খাসা আমাদের বকচ্ছপ মূর্তি।’ যদিও এখনো কাল্পনিক হাসজারু বা বকচ্ছপ তৈরি সম্ভব হয়নি। তারপরও এবার মেক্সিকোর চিড়িয়াখানায় জš§ নিয়েছে গাধা আর জেব্রার সংকর ‘জনকি’ (zebra I donkey= Zonkey)
সম্প্রতি মেসিক্সকোর উত্তরাঞ্চলীয় রাজ্য তামাউলিপাসের চিড়িয়াখানায় এই জনকি ছানা জš§ নেয়। ২৬ কেজি ওজনের এই জনকি ছানার নাম রাখা হয়েছে ‘খুমবা’।
খুমবা শরীরের উপরটা দেখলে মনে হবে সে যেন চিরাচরিত গাধাই। কিন্তু তার পায়ের অংশে তাকালে চমকে যেতে হয়। কারণ সেখান থেকেই রয়েছে তার জেব্রার মতো সাদা কালো ডোরা দাগ। খমবার মা জেব্রা ‘রায়াস’ ওই চিড়িয়ানার বাসিন্দা হলেও বাবা গাধাটির বাড়ি কিন্তু পার্শ্ববর্তী একটি ফার্মে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া