adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জেএসসির বৃত্তির ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : গত নভেম্বরে অনুষ্ঠিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলের ভিত্তিতে বৃত্তির ফল প্রকাশ করেছে শিক্ষা বোর্ডগুলো। বৃহস্পতিবার আটটি সাধারণ শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়।
জেএসসির পরীক্ষার ফলের ভিত্তিতে সম্প্রতি অনুমোদিত বৃত্তির নীতিমালার আলোকে মেধা বৃত্তি ও সাধারণ বৃত্তির তালিকা প্রণয়ন ও প্রকাশ করা হয়।
শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে (বফঁপধঃরড়হনড়ধৎফ.মড়া.নফ)-এ ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃত্তির ফল স্ব-স্ব স্কুলগুলোর নিজস্ব ই-মেইলে বোর্ড থেকে জানিয়ে দেয়া হয়েছে। বোর্ডওয়ারী সহস্রাধিক শিক্ষার্থীকে বৃত্তির জন্য মনোনীত করা হয়েছে বলে জানা গেছে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা দশম শ্রেণী পর্যন্ত বিনা বেতনে অধ্যয়নের, মেধা কোটায় বৃত্তিপ্রাপ্তরা প্রতি মাসে ৩০০ টাকা এবং শিক্ষা উপকরণ ক্রয় বাবদ প্রতি বছর ৩৭৫ টাকা পাবে। সাধারণ কোটায় বৃত্তিপ্রাপ্তরা ২০০ টাকা হারে প্রতি মাসে বৃত্তি পাবে এবং শিক্ষা উপকরণ ক্রয় বাবদ প্রতি বছর ২২৫ টাকা পাবে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া