adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আমরা বিক্রি হয়ে গেছি

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ বলেছেন, ‘আমাদের দেশের রাজনীতি অদক্ষ লোকদের হাতে চলে যাওয়ায় দেশ পিছিয়েছে। পাশাপাশি রাজনৈতিক অস্থিতিশীলতা দেশকে পিছিয়ে দিয়েছে। এ কারণে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারিনি।’
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ২০তম জাতীয় সম্মেলন ও ৩৮তম কাউন্সিল উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এরশাদ বলেন, ‘টাকার কাছে আমরা বিক্রি হয়ে গেছি। এখন যোগ্যতার কোনো মূল্য নেই। টাকা আমাদের সব দখল করে ফেলেছে। আজ সমাজের গভীরে ঢুকে গেছে দুর্নীতি। এসব থেকে দেশকে রক্ষা করতে হলে দক্ষ লোকদের হাতে রাজনীতির দায়দায়িত্ব তুলে দিতে হবে।
তিনি বলেন, ‘বাংলাদেশ সম্ভাবনাময় দেশ হলেও আমরা সবকিছু নিয়ে রাজনীতি করি। এগুলো আমাদের দূর করতে হবে। তাহলেই সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারবো।’
সাবেক এ রাষ্ট্রপতি বলেন, ‘পুলিশে নিয়োগ পেতে তিন লাখ টাকা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হতে ৮ থেকে ১০ লাখ টাকা ঘুষ দিতে হয়।’ এ সময় সব ক্ষেত্রে দুর্নীতিকে ‘না’ বলার আহ্বান জানান এরশাদ।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া