adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দেশের মানুষ অত্যন্ত মেধাবী

নিজস্ব প্রতিবেদক : দেশে বিজ্ঞানের অগ্রযাত্রায় সরকারের প থেকে সবরকমের সহযোগিতা দেয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আমি সাহিত্যের শিার্থী হলেও বিজ্ঞানের গুরুত্ব বুঝি। আর দেশের মানুষ অত্যন্ত মেধাবী, সুযোগ পেলে তারা দেশের অগ্রযাত্রায় তারা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।
রোববার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে বিজ্ঞান একাডেমি আয়োজিত বিজ্ঞানের বিভিন্ন শাখায় অবদানের স্বীকৃতিস্বরূপ স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দানকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আমি সাহিত্যের শিার্থী হলেও বিজ্ঞানের গুরুত্ব বুঝি। বিজ্ঞানের অগ্রগতিতে যত রকমের সহযোগিতা দরকার, সব ধরনের সহোযোগিতা করতে আমাদের সরকার প্রস্তুত আছে। সোনার বাংলা গড়তে দেশের বিজ্ঞানীদের গবেষণা েেত্র আরো জোর দিতে হবে।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি, আরো এগিয়ে নিয়ে যাবো। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করবো ইনশাল্লাহ। তিনি বলেন, বাংলাদেশের মানুষ অত্যন্ত মেধাবী। সুযোগ পেলে তারা দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। বিজ্ঞানীদের অর্জিত জ্ঞান পরবর্তী প্রজšে§র হাতে দিয়ে যেতে হবে। শিার্থীদের বিজ্ঞান শিায় আগ্রহী তোলার পাশাপাশি বিজ্ঞান শিকদের প্রশিণের প্রয়োজনীয়তা রয়েছে। আমরা তার ব্যবস্থা করবো।
বিজ্ঞানের বিভিন্ন শাখায় অবদানের স্বীকৃতিস্বরূপ এবারের স্বর্ণপদক প্রাপ্তরা হলেন- ড. আনিসুল হক, মোবারক আহমেদ খান, ড. মুহাম্মদ সুজাউদ্দিন, ড. লিয়াকত আলী, এএ মামুন, মোহাম্মদ আবুল হাসনাত, ড. মুহাম্মদ সিরাজুল ইসলাম, প্রফেসর মো. তোফাজ্জল ইসলাম, কাজী মো. বদরুদ্দোজা, প্রফেসর ড. একেএম সিদ্দিক, ড. মাসুদ হাসান, ড. শামসুন নাহার খান, মোহাম্মদ আনিসুজ্জামান তালুকদার, ড. আশিক মোসাদ্দেক, ড. ইশতিয়াক এম সাঈদ, ড. তানভীরা আফরোজ সুলতানা, ড. মনোয়ার সুলতানা, ড. এসএম আবদুর রাজ্জাক, ড. এবিএমএম খাদেমুল ইসলাম, ড. মো. রফিকুল ইসলাম, ড. শাফী মোহাম্মদ তারেক, ড. আবু সাদাত এম নোমান। বিজ্ঞান একাডেমির প্রেসিডেন্ট মেজবাহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ড. ইয়াফেস ওসমান।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া