adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

২৫ কোটি পাউন্ডে বিক্রি হচ্ছেন মেসি!

স্পোর্টস ডেস্ক : একটা সময় তার গায়ে লেখা ছিল- ‘তিনি বিক্রির জন্য নন’। কাবের ইতিহাস ও ঐতিহ্যের সমার্থকও ভাবা হতো তাকে। কিন্তু মাত্র তিনটা ম্যাচ সব দৃশ্যপট বদলে দিয়েছে। তাই স্পেনের আকাশে-বাতাসে জোর গুঞ্জন- এই মৌসুম শেষেই নাকি লিওনেল মেসিকে ক্যাম্প ন্যু থেকে বিক্রি করে দিচ্ছে বার্সেলোনা।
যদিও খবরটা পাকা নয়। কিন্তু অবিশ্বাস্যভাবে বার্সেলোনার টিম ম্যানেজম্যান্টের নিশ্চুপ থাকা বিষয়টিতে জ্বালানি জোগাচ্ছে। এই অবস্থায় মেসির সঙ্গে তার কাবের বেতন সংক্রান্ত মতের অমিল কিংবা চুক্তি নবায়ন না হওয়া সংক্রান্ত ঝামেলা বিষয়টিকে আরো উসকে দিচ্ছে। দুইয়ে দুইয়ে চার মিলিয়ে শংসয়বাদীরা বলছেন মেসিকে আসন্ন দলবদলের বাজারে বিক্রি করছে ন্যু ক্যাম্পের স্বত্তাধীকারীরা। আর বাকি বিষয়টা তো ভবিষ্যতেরই গর্ভে।
আসলে এই ঘটনার সূতপাত্র মেসির সাম্প্রতিক ফর্মহীনতায়। ছয় বছর বাদে এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগের শেষ আট থেকেই বিদায় নিতে হয়েছে বার্সাকে। অন্যদিকে কোপা ডেল রের ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপওে হার মানে তারা। হাতছাড়া করে গুরুত্বপূর্ণ একটি ট্রফি। তাছাড়া স্প্যানিশ লা লিগায় শিরোপাও হাতছাড়া হওয়ার জোর সম্ভাবনা কাতালন কাবটির। যার দায় চাপানো হচ্ছে মেসির কাধে।
তাই কাব ইতিহাসে সবচেয়ে বড় ব্যবসা করে আর্জেন্টাইন ফুটবল যাদুকরকে রেকর্ড ২৫০ মিলিয়নে পাউন্ডে বিক্রির কথা ভাবতে পারে বার্সা। ইংল্যান্ডের পত্রিকা মেট্রো এক প্রতিবেদনে এমনটি উল্লেখ করেছে। তবে এেেত্র প্রধান সমস্যা হলো বার্সার ওপর খেলোয়াড় কেনায় নিষেধাজ্ঞা। যেহেতু স্প্যানিশ কাবটি দুই বছর নতুন কোনো ফুটবলার কিনতে পারবে না তাই ম্যানসিটি কিংবা ফরাসি ‘মানিব্যাগ’ প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) নিকট মেসিকে বিক্রি করবে কিনা তা নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ তখন মান সম্পন্ন স্ট্রাইকার সংকটে ভুগবে বুলাগ্রানা খ্যাত কাবটি। সূত্র: দ্য মেট্রো।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া