adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আন্দোলন চালিয়ে যাবে বারডেম চিকিৎসকরা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বারডেম হাসপাতালের চিকিৎসকরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। শনিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত কর্মবিরতি শেষে চিকিৎসকরা এ ঘোষণা দেন।
চিকিত্সকেরা জানিয়েছেন, রোববার একইসময়ে তারা আবারো এক ঘণ্টার কর্মবিরতি পালন করবেন। যতদিন পর্যন্ত চিকিৎসকদের ওপর হামলাকারীদের বিচার না হবে ততদিন পর্যন্ত তারা আন্দোলনে চালিয়ে যাবেন বলেও হুঁশিয়ারি দেন।
এদিকে কর্মবিরতি চলাকালে হাসপাতালের বর্হিবিভাগে রোগীরা সেবা পাননি। প্রচণ্ড গরমে দূর-দূরান্ত থেকে আসা রোগীরা এতে ভোগান্তির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন।
প্রসঙ্গত, গত ১৩ এপ্রিল রাতে বারডেম হাসপাতালে সিরাজুল ইসলাম নামের এক রোগীর মৃত্যু হয়। ওই মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজনেরা হাসপাতালে ভাঙচুর করেন। তারা তিন চিকিৎসককে মারধর করেন। এর প্রতিবাদে ১৫ এপ্রিল থেকে বহির্বিভাগে রোগী দেখা ও নতুন রোগী ভর্তি করা থেকে চিকিৎসকরা বিরত থাকেন। এতে দুর্ভোগে পড়েন রোগীরা। পরে ১৭ এপ্রিল বারডেম হাসপাতালের চিকিৎসকেরা আন্দোলন প্রত্যাহার করেন। রোগীদের দুর্ভোগের কথা বিবেচনায় তারা এ সিদ্ধান্ত নিলেও আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া