adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতিসহ ১১ নেতা কারাগারে

ডেস্ক রিপোর্ট : ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সভাপতি শাহাবুল আলমসহ ১১ নেতার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
বুধবার দুপুরে ময়মনসিংহের ৪ নম্বর আমলী আদালতের বিচারক ফারজানা ইয়াসমিন এ নির্দেশ দেন। পরে তাদেরকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। কারাগারে পাঠানো অন্য নেতারা হচ্ছেন- নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ সেতু, তারেকুজ্জামান তারেক, প্রচার সম্পাদক আলামিন, সহ সম্পাদক ওয়াসিফ কবির, ত্রিশাল উপজেলা যুবদল নেতা মশিউর রহমান শরীফ, আব্দুল বাতেন, মাসুদ, উপজেলা ছাত্রদল নেতা রনি, আলামিন ও শিপন। 
আদালত সূত্র জানায়, গত বছরের ২৮ সেপ্টেম্বর বিস্ফোরক আইনে ত্রিশাল থানা পুলিশ কবি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি শাহাবুল আলমসহ ২১ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ মামলায় হাইকোর্ট থেকে ৬ সপ্তাহ জামিনে ছিলেন তারা। দুপুরে আদালতে হাজির হওয়ার পর এ ছাত্রদল ও যুবদল নেতারা পুনরায় জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া