adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

জাতীয় লিগে নয়, বিপিএল ও আইপিএলে আগ্রহ দেশি তারকাদের

নিজস্ব প্রতিবেদক : জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটারদের বদনাম রটে গেছে তারা ঘরোয়া লিগে খেলতে বেশি আগ্রহ দেখা যাচ্ছে না বলে। এমনকি জাতীয় দলে যে খুব বেশি আগ্রহ নিয়ে খেলেন তাও না। ক্রিকেটারদের আগ্রহ বলতে সব কিছুই বিপিএল আর আইপিএল নিয়ে।
আগে ঘরোয়া লিগে তারকাদের মোটা অংকের টাকা পকেটে জমা করার সুযোগ ছিল। সে কারণে ঘরোয়া লিগ নিয়ে ক্রিকেটারদের আগ্রহ ছিল। এখন আর সেই আগের অবস্থা নেই। আর জাতীয় দলে খেলে তো মনের মতো অংকের টাকা পকেটে জমা হচ্ছে না। সেটা কদিন আগেই বলে দিয়েছেন সাকিব আল হাসান। সে কারণে সাকিব আইপিএল খেলতে চলে গেলেন দুবাই। জাতীয় লিগে খেলছেন না।
জাতীয় ক্রিকেট লিগের ৬ষ্ঠ পর্বে এসে প্রশ্ন উঠেছে তারকারা কি জাতীয় লিগে ফপ না তারা খেলছেন না, কোনটা সত্য বলে ধরে নেবে ক্রিকেট ভক্তরা। ক্রিকেটের মুল ভিত্তি ঘরোয়া ক্রিকেট নিয়ে তারকাদের যে আগ্রহ নেই তা আগেও প্রমাণিত হয়েছে।
এবার তা নতুন করে সামনে এসেছে আন্তর্জাতিক ক্রিকেটে বাজে পারফর্মেন্সের কারণে। জাতীয় দলের বাঘা বাঘা সব তারকারা জাতীয় লিগে সব ম্যাচে অংশ নেননি। তাদের মাঠের পারফর্মেন্স এ প্রশ্নটা উত্থাপন করতে বাধ্য করেছে। তারকাদের পেছনে ফেলে অখ্যাত সব ক্রিকেটাররা শীর্ষ স্থান দখলে নিয়েছে। ব্যক্তিগত রান সংগ্রহের তালিকায় তারকারা কেউ জায়গাই পাননি।
রান সংগ্রহের দৌড়ে শীর্ষে আছেন অখ্যাত ব্যাটসম্যান ঢাকা বিভাগের আবদুল মাজিদ। ৬ ম্যাচে ১১ ইনিংসে ২ সেঞ্চুরি আর ফিফটি দিয়ে করেছেন ৬১৪ রান। দ্বিতীয় স্থানে ঢাকা মেট্রোর আসিফ আহমেদ। ৬ ম্যাচে ১২ ইনিংসে ৩ সেঞ্চুরি দিয়ে করেছেন ৫৫৬ রান।
কারণ মুশফিকুর রহিম ৬ ম্যাচে মাত্র ২টাতে অংশ নিয়েছেন। করেছেন মোট ৬২ রান। তাতে সর্বোচ্চ ৫৪ রান। ওপেনার তামিম ইকবাল ৬ ম্যাচে চট্টগ্রামের হয়ে খেলে ১+১ মোট ২ রান করেছেন, মমিনুল হক করেছেন ৬ ম্যাচে মাঠে নেমে ৪+৭৫=৭৯ রান। অলরাউন্ডার নাসির হোসেন ২ ম্যাচে ৪৯ রান, ৩ ম্যাচে ৬ ইনিংসে ৩৬ রান, এনামুল হক ৪ ম্যাচে ৮ ইনিংসে ৬৬ রান আর ইমরুল কায়েস করেছেন ৪ ম্যাচে ৮ ইনিংসে ৪৫ রান মাত্র। এছাড়া যারা জাতীয় দলে আসা-যাওয়ার মধ্যে আছেন তারা তালিকায় স্থান পেলেও বহু পেছনে তাদের স্থান। টেস্ট দলে জায়গা করে নেয়া মার্শার আইয়ুব ব্যক্তিগত রান সংগ্রহের তালিকায় ৯ নম্বরে। ৩ ম্যাচ ৬ ইনিংস খেলে করেছেন ৩৮০ রান। ১৫ নম্বরে আছেন জিয়ারউর রহমান, ৪ ম্যাচে ৮ ইনিংস ৩৩৮ রান। আরেক তারকা নাইম ইসলাম ১৬ নম্বর তালিকায় অবস্থান করছেন। সংগ্রহ ৩ ম্যাচে ৬ ইনিংস ৩২৯ রান, ওপেনার শাহরিয়ার নাফীস ৪ ম্যাচে ৭ ইনিংসে ১৯৮ রান মাত্র।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া