adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শচীনকে ফুটবল শেখাতে চান সৌরভ

ছবি: সংগৃহিত

স্পোর্টস ডেস্ক : একসময় শচীন টেন্ডুলকার এবং সৌরভ গাঙ্গুলী দু’জন ছিলেন ওয়ানডে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ওপেনিং জুটি। কিন্ত এবার তাদের মাঠে পাওয়া যাবে প্রতিপক্ষ হিসেবে। ইন্ডিয়ান সুপার লিগ (আইসিএল) ফুটবলে তারা ভিন্ন দুটি দলের মালিক হয়েছেন।
সম্প্রতি সৌরভ কলকাতার ফুটবল দলের সঙ্গে যুক্ত হয়েছেন আর শচীন আছেন কোচি ফুটবল দলের হয়ে। এ প্রসঙ্গে সৌরভ একটি টেলিভিশন চ্যানেলকে বলেন, এখন আমরা দু’জন প্রতিপক্ষ। আমি তাকে ফুটবল শেখাবো। সে ভালো ফুটবল খেলতে পারেনা এবং ফুটবলকে সে ভালোভাবে আয়ত্ব করতে পারেনি।
সৌরভ তার কলেজ জীবনে ফুটবলের সঙ্গে জড়িত ছিলেন। ক্রিকেটে আসার আগে ক্যারিয়ার ফুটবল দিয়েই শুরু করার কথা ভেবেছিলেন। মজা করার ছলে তিনি জানান, একসাথে ১৫ বছর ধরে শচীনের সঙ্গে খেললেও সে সঠিকভাবে বাংলা শিখতে পারেনি। আমি জানিনা সে কবে ফুটবল শিখতে সক্ষম হবে। ১৫ বছর ধরে সে এটি শিখুক আমি তা আশা করিনা। কারন ১৫ বছর পর তাকে আর মাঠে দেখা যাবেনা। তাই আমি তাকে প্রথমেই এই খেলা শেখার জন্য অনুরোধ করবো।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া