adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বারডেমে কাজ বন্ধ রেখেছেন চিকিৎসকরা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বারডেম হাসপাতালে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন ওই হাসপাতালের চিকিতসকরা। তবে জরুরি বিভাগ, সিসিইউ ও আইসিইউ এ কর্মবিরতির আওতামুক্ত রেখেছেন তারা।
মৃত রোগীর স্বজনরা হাসপাতালের একাধিক চিকিতসককে মারধর ও লাঞ্ছিত করেছেন- এমন অভিযোগ এনে ও এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল ১১টা থেকে এ কর্মবিরতি শুরু করেন চিকিৎসকরা। আর চিকিৎসকদের হঠাৎ কাজ বন্ধ করে দেয়ার মতো কর্মসূচিতে মারাত্মক ভোগান্তিতে পড়েছেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা হাজারো রোগী।    
মঙ্গলবার সকালে প্রথমে শাহবাগে একটি মানববন্ধন করেন চিকিৎসকরা। মানববন্ধন থেকে তারা বলেন, এক রোগীর মৃত্যুর ঘটনায় হাসপাতালে ভাঙচুর চালান রোগীর স্বজনরা। কয়েকজন চিকিৎসককে মারধর ও লাঞ্ছিত  করা হয় বলেও অভিযোগ করেন তারা।  
ওই মানববন্ধন থেকে চিকিৎসকরা আরও বলেন যে, হামলার ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়া পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাবেন। এদিকে চিকিৎসকদের কর্মবিরতিতে ও তীব্র গরমে ভোগান্তিতে পড়তে হয়েছে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের। হাসপাতালের পরিস্থিতি দেখে ও চিকিৎসা না পেয়ে অনেককেই ফিরে যেতেও দেখা গেছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া