adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জেলখানায় পান্তা ইলিশ খেলেন নিজামী-সাঈদী ও বাবর

নিজস্ব প্রতিবেদক : নববর্ষের প্রথম দিন অন্য বন্দিদের সঙ্গে কাশিমপুর কারাগারের মতিউর রহমান নিজামী, লুৎফুজ্জামান বাবর এবং দেলাওয়ার হোসাইন সাঈদীও খেয়েছেন পান্তা-ইলিশ।
খাবার পরিবেশনের আগের রাতে জামায়াতে ইসলামীর আমির নিজামী পান্তা-ইলিশ দেয়া হবে কি না, তা জানতে চেয়েছিলেন বলে এক কারা কর্মকর্তা জানিয়েছেন। সোমবার বাংলা নতুন বছরের প্রথম দিনে গাজীপুরের কাশিমপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার-১, ঢাকা কেন্দ্রীয় কারাগার-২, হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার ও কেন্দ্রীয় মহিলা কারাগারে বিশেষ খাবার দেয়া হয়।
যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত জামায়াত নেতা সাঈদী, অভিযুক্ত নিজামী এবং ১০ ট্রাক অস্ত্রমামলায় দণ্ডিত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর রয়েছেন হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে।
এর জেলার জান্নাতুল ফারদিন জানান, এ কারাগারে থাকা ১ হাজার ৫৪৪জন বন্দিকে পান্তা-ইলিশসহ একই ধরনের খাবার দেয়া হয়েছে। নিজামী রোববার রাতে পান্তা-ইলিশের খবর জানতে চেয়েছিলেন জানিয়ে তিনি বলেন, অন্যদিন তিনি মনমরা ও দুশ্চিন্তায় থাকলেও পহেলা বৈশাখে ইলিশ-পান্তা পেয়ে খুব খুশি হন তিনি এবং তৃপ্তি সহকারে খান।
এদিন দুপুরের খাবারের তালিকায় ভাতের সঙ্গে ছিল বেগুন ও আলুর ভর্তা এবং ডাল। রাতে পোলাও-মাংস, ডিম, পান-সুপারী দেয়া হবে বলে জানান কারা কর্মকর্তা ফারদিন। নিরাপত্তার কথা ভেবে এবার এই কারাগারে বন্দিদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে। তবে কারাকর্মীদের জন্য বাইরে বৈশাখী মেলার আয়োজন করা হয়।
ঢাকা কেন্দ্রীয় কারাগার-২-এর সুপার জাহাঙ্গীর কবির জানান, তার কারাগারের নিচে হলরুমে সকাল থেকেই শুরু হয় বন্দিদের গাওয়া বাংলা নববর্ষের গানসহ সাংস্কৃতিক অনুষ্ঠান। এই কারাগারে আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, জামায়াত নেতা মীর কাসেম আলী ও এটিএম আজহার ছাড়াও গিয়াস উদ্দিন  আল মামুন রয়েছেন।
কারাগার-১ এর জেলার আমজাদ হোসেন এবং মহিলা  কারাগারের সুপার জাহানারা বেগমও বন্দিদের জন্য একই রকম আয়োজনের কথা জানান। মহিলা কারাগারে রয়েছেন পুলিশ-দম্পতি খুনের মামলায় গ্রেপ্তার  হওয়া তাদের সন্তান ঐশী রহমানসহ ৩৩৬ জন। তাদের মধ্যে ফাঁসির আসামি ১২ জন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া