adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জিদান কোচ হতে প্রস্তুত -প্লাতিনি

জিদান কোচ হতে প্রস্তুত-প্লাতিনি

স্পোর্টস ডেস্ক : উয়েফা প্রেসিডেন্ট মিচেল মিশেল প্লাতিনি মনে করেন মোনাকোর জন্য প্রধান কোচ হতে ফ্রান্সের ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদান সঠিক ব্যক্তি। মোনাকোর প্রধান কোচ হয়ে জিদানকে তার নতুন ক্যারিয়ার শুরু করার পরামর্শ দিয়েছেন।
জিদান বর্তমানে রিয়াল মাদ্রিদের প্রধান কোচ কার্লো আনচেলত্তির সহকারী হিসেবে কাজ করছেন। তারপরও প্লাতিনি মনে করেন জিদান এখন পুরোপুরি প্রস্তুত প্রধান কোচ হওয়ার জন্য। বাংলানিউজ
যদি জিদান কোচ হতে চায়, তবে মোনাকোর কোচ হয়ে তার শুরু করাটা ভালো হবে। এটি অনেক ভালো একটি কাব। সে রিয়ালের আনচেলত্তির সঙ্গে এক বছরের মতো সময় কাটিয়েছে। তাই সে প্রস্তুত। যদি সে এমনটি চায় তবে তাকে এজন্য পদপে নিতে হবে’- এমনটি বলেছেন উয়েফা প্রেসিডেন্ট। প্লাতিনি আরও বলেন, যদি সে প্রধান কোচ হওয়ার ইচ্ছা পোষন করে তবে সে একসময় ফ্রান্সের জাতীয় দলের হয়ে কাজ করতে পারবে। এটা ভালো হবে যদি সে এই কাবের (মোনাকো) হয়ে শুরু করে। আমি তার সঙ্গে এ ব্যাপারে কথা বলেছি। মনে হচ্ছে সে এই ভার নিতে আগ্রহী। সে খুব বুদ্ধিমান এবং খুব ভালো কোচ হতে পারবে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া