adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

জামিন পেলেন তাজরীন চেয়ারম্যান মিতা

ফাইল ফটো
নিজস্ব প্রতিবেদক : তাজরীন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডের মামলায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের স্ত্রী প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাহমুদা আক্তার মিতাকে জামিন দিয়েছেন আদালত। 
বৃহস্পতিবার দুপুরে জামিন আবেদনের শুনানি শেষে ২০ হাজার টাকার মুচলেকায় ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুল মজিদ মিতার জামিন মঞ্জুর করেন। এর আগে সকাল সাড়ে দশটায় শুনানি শুরু হয়। 
গত ৮ এপ্রিল মিতার আইনজীবী এটিএম গাউস তাজরীন চেয়ারম্যান মিতার জামিন চেয়ে এ আবেদনটি করেছিলেন।  গত ২০ মার্চ মিতার জামিন বাতিল হওয়ার পর ৩ এপ্রিল মিতা আত্মসমর্পন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম তাকে দ্বিতীয় দফা কারাগারে পাঠান। 
এর আগে গত ৯ ফেব্রুয়ারি মিতাকে আরেক দফা কারাগারে পাঠিয়েছিলেন আদালত।তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ওপর ২০১৩ সালের ২২ ডিসেম্বর সিআইডি পুলিশের পরিদর্শক মহসীন উজ্জামান খান আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন ও তার স্ত্রী প্রতিষ্ঠানের পরিচালক মিতাসহ ১৩ জনকে অভিযুক্ত করা হয়।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া