adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পশ্চিমবঙ্গে কয়েক আসনে নির্বাচন বাতিল হতে পারে

আন্তর্জাতিক ডেস্ক  : ভারতের পশ্চিমবঙ্গের কয়েকটি আসনে লোকসভা নির্বাচন বাতিল বা স্থগিত হতে পারে। অভিযোগ ওঠা কর্মকর্তাদের রাজ্য সরকার বদলি না করলে এমন পদক্ষেপ নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে দেশটির নির্বাচন কমিশন।নাম প্রকাশে অনিচ্ছুক কমিশনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ কথা জানান।দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচন সামনে রেখে নিরপেক্ষভাবে কাজ না করার অভিযোগে সোমবার নির্বাচন কমিশন রাজ্যের আট কর্মকর্তাকে বদলির নির্দেশ দেয়। কর্মকর্তাদের মধ্যে একজন জেলা প্রশাসক, দু’জন অতিরিক্ত জেলা প্রশাসক ছাড়াও রয়েছেন পাঁচ পুলিশ সুপার (এসপি)।এদিকে, নির্বাচন কমিশনের এ নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দায়িত্বে থাকাকালে আমি কাউকে বদলি করতে দেবো না।মমতা আরও বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী আমি। দায়িত্বে আছি আমি। আমার সঙ্গে আলোচনা না করে কোনো কর্মকর্তাকে বদলির নির্দেশ দেওয়ার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই।এ বিষয়ে নির্বাচন কমিশনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, কর্মকর্তাদের বদলির আদেশ পালনে রাজ্য সরকারের পদক্ষেপ দেখ‍ার অপেক্ষা করব। তাদের বদলি করা না হলে সংশ্লিষ্ট আসনের নির্বাচন বাতিল বা স্থগিত করা হতে পারে।আগামী ১৭ এপ্রিল পঞ্চম পর্বে পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচন হওয়ার কথা।বদলির নির্দেশ দেওয়া উত্তর ২৪ পরগনার জেলা প্রশাসক সঞ্জয় বনসল, মথুরাপুরের অতিরিক্ত জেলা প্রশাসক অলকেশ প্রসাদ রায় ও পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক অরিন্দম দত্ত ছাড়া বাকি পাঁচ পুলিশ সুপার হলেন- বীরভূমের অলোক রাজোরীয়া, বর্ধমানের সৈয়দ মির্জা, পশ্চিম মেদিনীপুরের ভারতী ঘোষ, মালদহের রাজেশ যাদব ও মুর্শিদাবাদের হুমায়ুন কবির।ভারতের লোকসভা নির্বাচনের নয় পর্বের ভোটের প্রথম পর্ব অনুষ্ঠিত হয় সোমবার। প্রথম পর্বে ছয়টি আসনে ভোট হয়। একমাস ব্যাপী এ ভোটগ্রহণ শেষ হবে ১২ মে। ভোট গণনা ১৬ মে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া