adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশ বাঁচাতে ত্রাণ মন্ত্রণালয়কে বাঁচান : মায়া

নিজস্ব প্রতিবেদক : ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ঢাকা শহরে কোনো ধরনের বিপর্যয় হলে শহরবাসীকে উদ্ধার করার লোক থাকা তো দূরের কথা, তাদের কবর দেয়ার লোকও পাওয়া যাবে না। শহরে যদি এমন কোনো দুর্ঘটনা ঘটে তাহলে পুরো বাংলাদেশই বিপর্যয়ে পড়বে।সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, দেশকে যদি বাঁচাতে চান তাহলে এ মন্ত্রণালয়কে আগে বাঁচান।মঙ্গলবার গুলশানের স্পেকট্রা কনভেনশন সেন্টারে অক্সফাম আয়োজিত ‘বাংলাদেশের নগরায়নের মূল ধারায় দুর্যোগ ঝুঁকি হ্রাসকে অন্তর্ভুক্তকরণ সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।ত্রাণমন্ত্রী বলেন, বাজেটের ১৪ শতাংশ বরাদ্দ হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ খাতে। বরাদ্দকৃত টাকার সিংহভাগ ব্যবহৃত হয় ত্রাণ খাতে। দুযোগ মোকাবেলা সরকারের একার একার পক্ষে সম্ভব নয়। সকলকে আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসতে হবে।কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আবদুল ওয়াজেদ।তিনি বলেন, ঢাকা শহরের বিল্ডিংগুলো ডিজাইন করেন ইঞ্জিনিয়াররা। কিন্তু এখানে অরবান প্ল্যানারদের কোনো সম্পৃক্ততা দেখা যায় না, যার কারণে অপরিকল্পিতভাবে নগরায়ন হচ্ছে। আমাদের আবাসন ব্যবসায়ীরা মানুষের জমি জোর করে নিয়ে নগরায়ন করছেন। সরকার যন্ত্র এখানে দুর্বল ভূমিকা পালন করছে।কর্মশালায় উপস্থিত ছিলেন- জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষজ্ঞ একেএম মামুনুর রশিদ, ইউরোপিয়ান কমিশন হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড সিভিল প্রটেকশনের প্রতিনিধি আবদুল আউয়াল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভারনারিভ্যালিটি স্টাডিজের পরিচালক অধ্যাপক মাহবুবা নাসরিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. একিউএম মাহবুব, দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের সভাপতি ড. এএসএম মাকসুদ কামাল অক্সফামের কান্ট্রি ডিরেক্টর স্নেহাল ভি সোনেজি প্রমুখ।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া