adv
১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাবির শিক্ষার্থীদের ওপর কোন কর্তৃত্ব বলে গুলি ?


ডেস্ক রিপোর্ট : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সান্ধ্য কোর্স চালু ও বিভিন্ন ফি বৃদ্ধির প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচির ওপর কোন কর্তৃত্ব বলে পুলিশ প্রকাশ্য গুলি চালিয়েছে তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।জনস্বার্থে দায়ের করা রিট আবেদনের শুনানি নিয়ে  সোমবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।কোন কর্তৃত্ব বলে সাধারণ শিক্ষার্থীদের টার্গেট করে পুলিশ গুলি ছুড়েছিলো এবং পুলিশ প্রবিধানমালা বেঙ্গল,১৯৪৩ এর ১৫৬ ও ১৫৭ প্রবিধান অনুযায়ী পুলিশ তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট যে প্রতিবেদন দাখিল করার কথা ছিলো সেই প্র্রতিবেদন আদালতে দাখিলের কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, রাজশাহীর পুলিশ কমিশনার ও রাজশাহীর মতিহার থানার ওসিকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।এছাড়া সাত দিনের মধ্যে পুলিশকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।আদালতে রিট আবেদনকারীপক্ষে শুনানি করেন আইনজীবী বিএম ইলিয়াস ও ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।গত ২ ফেব্রুয়ারি রাবিতে সান্ধ্যকোর্স চালু ও ফি বাড়ানোর প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কয়েকটি ছাত্র সংগঠনের আন্দোলনে  পুলিশের লাঠিপেটা, টিয়ার শেল ও শটগানের গুলিতে আহত হয় অর্ধশতাধিক শিক্ষার্থী।এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আকমল হোসেন, নিজেরা করির সমন্বয়ক খুশী কবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক স্বপন আদনান, অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক রফিক উল্লাহ খান, মেঘনা গুহঠাকুরতা, নারী অধিকার কর্মী শিপ্রা বোস, বিশ্ববিদ্যালয় শিক্ষক অধ্যাপক মানস কুমার চৌধুরী, স্বাধীন সেন, ফাহমিদুল হক, মোহাম্মদ তানজিমুদ্দিন খান, মেহের নিগার, সামিনা লুৎফা নিত্রা ও অরূপ রাহীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৪ জন শিক্ষকসহ কয়েকটি  সংগঠকের পক্ষে গত ১৮  ফেব্রুয়ারি এই রিট আবেদন করা হয়।এর আগে গত ১১ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর কেন পুলিশ গুলি চালিয়েছে- তা জানতে চেয়ে একই বিবাদিদের উকিল নোটিশ  দেয়া হয়েছিল।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া