adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের পরাজয়ের সাতকাহন

ডেস্ক রিপোর্ট : ফাইনালে ভারত হারল কেন? সাতটি কারণ খুঁজে বের করেছেন একজন ভারতীয় সাংবাদিক ।

গ্রেট গ্যাম্বলার যখন সর্বহারা

ববাররই আমি বলি ধোনি গ্রেট গ্যাম্বলার৷ আর বেশির ভাগ েেত্রই ও সফল হয়৷ কিন্তু গ্যাম্বলারের সব ফাটকাই লাগবে, এমন নয়৷ এ দিন তেমনই একটা দিন৷ চার নম্বরে যুবরাজকে পাঠিয়ে ধোনি যে ফাটকাটা খেলল, সেটাই বুমেরাং হয়ে গেল৷
যুবরাজ প্রসঙ্গে পরে আসছি৷ আগে বলে নিই ধোনির কথা৷ ও হয়তো ভেবেছিল যুবিকে নামিয়ে বাঁ হাতি-ডান হাতি কম্বিনেশন খেলাবে৷ রায়নাকে পাঠিয়েই তো কাজটা করতে পারত! রায়না বিশ্বকাপে ভালো ফর্মে আছে৷ উপ মহাদেশের মাটিতে রায়নাই সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার৷ ধোনি নিজে চার নম্বরে ব্যাট হাতে নামলেও পারত৷ তখন হয়তো বোঝেনি একটা ভুল সিদ্ধান্তে কী সর্বনাশ হতে যাচ্ছে৷

যুবরাজের ব্যাটিংয়েই অশনিসঙ্কেত
যুবরাজকে নিয়ে লিখতে বসে খারাপই লাগছে৷ তিন বছর আগে ওয়ান ডে বিশ্বকাপ জেতানোর পিছনে সবচেয়ে বড় হাত ছেলেটার, তাকে এভাবে দেখতে খারাপই লাগছে৷ কিন্তু থামারও একটা সময় আছে৷ আমার মনে হয়েছে, যুবরাজের সেটা হয়েছে৷ যে ভাবে বল নষ্ট করছিল তা দেখে বোঝাই যাচ্ছিল আত্মবিশ্বাসের তলানিতে আছে৷ আমার মতে, যুবরাজের ওই ব্যাটিংটাই ভারতের জন্য অশনিসঙ্কেত ছিল৷ টি-টোয়েন্টি ২১ বলে ১১ করে জেতা যায় না৷ সেখানে আবার একটাও চার, ছয় নেই৷ টিভিতে দেখলাম বারবার সিঙ্গলস নিয়ে স্ট্রাইক ঘোরাতে বলছে বিরাট৷ যুবরাজ সেটাও পারল না৷

ওপেনিং জুটির ব্যর্থতা
সেমিফাইনালে অজিঙ্ক রাহানে-রোহিত শর্মার ওপেনিং জুটির রান পাওয়াটা ভারতকে অনেকটা এগিয়ে দিয়েছিল, ফাইনালে সেটাই ডোবাল৷ চাপ বাড়ল বাকিদের উপর৷ এই টুর্নামেন্টে সেমিফাইনাল ছাড়া ধোনিকে ওপেনার-জুটি হতাশই করেছে৷ বোলাররা অনেক ম্যাচ বের করে দিয়েছিল৷ কিন্তু রোজ রোজ সেটা হবে না৷ ফাইনাল ম্যাচটাই তার প্রমাণ৷

কোহলি কম্পিউটার
ভারতের হার দেখে মেজাজটা যতই বিগড়ে থাকুক, বিরাট কোহলিকে নিয়ে মুগ্ধতার রেশ থেকেই গেল৷ ওর সঙ্গে একটা জিনিসেরই তুলনা চলে৷ সেটা হল কম্পিউটার৷
কম্পিউটার যেমন কোনও ভুল করে না৷ কোহলিও সে রকম৷ রোজ একই ধারাবাহিকতা নিয়ে খেলে যাচ্ছে৷ শুধু যে মারকাটারি খেলছে তা নয়৷ কুলশেখরাকে কপিবুক কভার ড্রাইভটা অনেক দিন মনে থাকবে৷ কে কী মনে করবেন জানি না, তবে বলতে কোনও দ্বিধা নেই, তিন ফর্ম্যাটে আমার দেখা বিশ্বের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যানের নাম কোহলিই৷ ফাইনালে চাপের খেলাতেও বিরাট একই রকম দায়িত্ব নিয়ে একই মেজাজে খেলে গেল৷ গ্রেটরা এ রকমই হয়৷ ভারত হেরে যাওয়ায় ওর জন্যই সবচেয়ে খারাপ লাগছে৷

বোলিংয়ের স্বপ্নভঙ্গ
ভারতীয় বোলিং নিয়ে আমার কিছু বলার নেই৷ এদিন সবাই মোটামুটি বোলিং করেছেন৷ আসলে অত কম রান নিয়ে জেতা যায় না৷ মিশ্রর ১৭তম ওভারে ১৫ রানেই ম্যাচের দেওয়াল লিখন স্পষ্ট হয়ে যায়৷ পরের অশ্বিনের ওভারটার সময় বোঝাই যাচ্ছিল যে ম্যাচে আর কিছু বাকি নেই৷

শ্রীলঙ্কার সেকেন্ড হোম
শ্রীলঙ্কা কিন্তু আমাদের সব বিভাগেই হারিয়েছে৷ ব্যাটসম্যানদের পাশাপাশি শ্রীলঙ্কার বোলারদের নিয়ে না বলেও পারছি না৷ সেনানায়েকে, হেরাথদের মতো স্পিনাররা তো গোটা টুর্নামেন্টেই ভালো খেলছিল, ফাইনালে আমি বেশি নম্বর দেব পেসারদের৷ মালিঙ্গা দুরন্ত৷ কুলশেখরা, ম্যাথেউসরাও সারাণ লাইন-লেংথ অনুযায়ী বল করে গেল৷ কারণ ওরা জানত ভারতীয় ব্যাটসম্যানদের বিরুদ্ধে বেশি পরীায় না যাওয়াই ভালো৷
আসলে টানা বাংলাদেশে সিরিজ খেলার সুবাদে দেশটাকে সেকেন্ড হোম বানিয়ে ফেলেছে শ্রীলঙ্কা৷ 


এবং সাঙ্গাকারা
একজন ভারতীয় হিসেবে খারাপ লাগছে ঠিকই, কিন্তু সাঙ্গকারার জন্য মনটা ভরে যাচ্ছে৷ জীবনের শেষ টি-টোয়েন্টি ম্যাচ এ ভাবে শেষ, ওকেই মানায়৷ এর আগে ক্যাপ্টেন থাকার সময় বিশ্বকাপ ফাইনালে হার দেখতে হয়েছিল সাঙ্গাকে৷ ফাইনালে যে ইনিংসটা খেলল সেটা এক কথায় অসাধারণ৷ খেয়াল করুন, জয়বর্ধনেরা আউট হয়ে গেলেও সঙ্গা বিচলিত হয়নি৷ ঠান্ডা মাথায় ম্যাচটা বের করেছে৷ ধরার বল ধরেছে, মারার বল মেরেছে৷
আসলে আমাদের দেশে শচীন যেমন, শ্রীলঙ্কার তেমনই সাঙ্গকারা৷ তাই একজন গ্রেট-এর টি-টোয়েন্টি ফর্ম্যাট থেকে বিদায়ের রঙিন মুহূর্তটা দেখে যন্ত্রণার মধ্যেও তৃপ্ত লাগছে৷

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া