adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মহিলা বিশ্বকাপে হ্যাটট্রিক শিরোপার সুযোগ অস্ট্রেলিয়ার

SHUFIAN (28)নিজস্ব প্রতিবেদক : মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হ্যাটট্রিক শিরোপায় শেষ বাধা প্রথম আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ড।
আগামীকাল রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ছেলেদের ফাইনালের আগেই শিরোপা নির্ধারণ হয়ে যাবে মেয়েদের। খেলা শুরু হবে বেলা আড়াইটায়।
দুটি দলেরই প্রতিপ সম্পর্কে পুরোপুরি ধারণা আছে। আজ শনিবার সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার অধিনায়ক মেগ ল্যানিং বলেন, সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের বিপে অনেক খেলেছি আমরা। পরস্পর সম্পর্কে খুব ভালো ধারণা আছে আমাদের। তাই একটা কঠিন লড়াই হবে।
হার দিয়ে শুরু করেছিল অস্ট্রেলিয়া। তারপর থেকে জয়ের ধারাতেই আছে দলটি। এতো কাছে এসে হ্যাটট্রিক শিরোপা হাতছাড়া করতে রাজি নন ল্যানিং। আমাদের শিরোপা জয়ের সামর্থ্য রয়েছে। তাই খুঁটিনাটি বিষয়েও আমরা মনোযোগ দিচ্ছি। সামনের দিকে এগোতে হবে তাই পেছনের দিকে তাকাতে চাই না। আমাদের দলটি অভিজ্ঞ আর আশা করি, ফাইনালে এটা আমাদের সাহায্য করবে।
গতবার শ্রীলঙ্কায় শেষ আসরের ফাইনালে খেলেছিল এই দুটি দল। সেবার মাত্র ৪ রানে হেরেছিল ইংল্যান্ড। এবার অস্ট্রেলিয়া থেকে অ্যাশেজ জিতে ফেরা থেকে অনুপ্রেরণা খুঁজছেন ইংল্যান্ডের অধিনায়ক শার্লট অ্যাডওয়ার্ডস।
আগেও আমরা অস্ট্রেলিয়ার বিপে ভালো খেলেছি; তাই ফাইনালে আমরা আত্মবিশ্বাসী। আমাদের নিজেদের সম্পর্কে কোনো কিছুই অজানা নয়। চমৎকার একটি ফাইনাল হতে যাচ্ছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া