adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আবারও ফাঁসছেন সাকিব!

নিজস্ব প্রতিবেদক : ঘরের মাঠে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে একটি পত্রিকায় সাক্ষাৎকার দিয়ে আবারও ফেঁসে যাচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। কেন কি উদ্দেশ্যে দেশের ক্রিকেট দর্শক, বিসিবি, নির্বাচকদের এমন কথা বলেছেন সে বিষয়ে আজ শনিবারের মধ্যেই তাকে (সাকিব) জবাব দিতে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।শনিবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে এমন কথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বোর্ড সভাপতি বলেন, আজ বোর্ডের সভায় কয়েকজন পরিচালক সাকিবের বিষয়ে প্রশ্ন তুলেছিলেন। তবে এ বিষয়ে আগেই তাকে (সাকিবকে) চিঠি  দেয়া হয়েছে। আজ শনিবারের মধ্যেই তার কাছে জবাব চাওয়া হয়েছে। তারপর বোর্ডের পরিচালকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব।একটি টুর্নামেন্ট চলাকালে জাতীয় দলের খেলোয়াড় এমন কথা কি করে বলতে পারে। এবং এর কি শাস্তি হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,  কোড অব কন্ডাক্ট অনুযায়ী বিসিবির অনুমতি ছাড়া কোনো খেলোয়াড়ই কাউকে সাক্ষাৎকার দিতে পারে না। তাই এ বিষয়ে আমরা টিম ম্যানেজমেন্টের কাছেও জানতে চেয়েছি। তবে সাকিব চিঠির জবাব দিক। তারপর এক সপ্তাহ পরে আবার বোর্ডের সভা হবে সেখানে সবার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত হবে। শাস্তি কি হবে তা এখনই বলা কঠিন।এছাড়াও বিসিবি সভাপতি বলেন, এমন কথা কোনদিন শুনিনি যে নিজের দেশে খেলা হলে দর্শকরা চাপ হয়। এতোদিন শুনেছি নিজের  দেশের মাটিতে খেলা হলে দর্শকদের কারণেই সুবিধা পায় দল।বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন,  আজ সাকিব চিঠির জবাব দিলেই সিদ্ধান্ত হবে। প্রয়োজনে এ বিষয়ে শুনানির ব্যবস্থা করা হবে। কারণ একজন  খেলোয়াড় টিম ম্যানেজমেন্টের অনুমতি ছাড়া কথা বলতে পারে না। তারপর অনুমতি পেলেই যে সেই খেলোয়াড় যা ইচ্ছা বলতে পারবে তাও কিন্তু নয়।উল্লেখ্য, আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচের আগের দিন দেশের একটি পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে সাকিব বিশ্বকাপে নিয়ে বিসিবি, দর্শক, নির্বাচক ছাড়াও অপ্রাসঙ্গিক অনেক কথা বলে বিতর্ক সৃষ্টি করেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া