adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আতঙ্ক এখন উৎসব : স্বাস্থ্যমন্ত্রী নাসিম

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আমাদের দেশে একসময় টিকা আতঙ্ক ছিল। কিন্তু এখন এটি উৎসবে পরিণত হয়েছে। ফতোয়াবাজরা একসময় ফতোয়া দিয়েছিলেন যে টিকা দিলে ধর্ম চলে যাবে। এখন সেটা নেই। তবে এরা আবার যে কোনো সময় মাথা চাড়া দিয়ে উঠতে পারে।শনিবার রাজধানীর জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের (নিপসম) অডিটোরিয়ামে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।শনিবার সকাল থেকে দেশব্যাপী শুরু হয়েছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। ক্যাম্পেইনের আওতায় সারা  দেশের দুই কোটি বিশ লাখের বেশি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।পৃথিবীর খুব কম দেশেরই এত বড় ক্যাম্পেইন আয়োজনের ক্ষমতা রয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।তিনি আরো বলেছেন, আমরা এমডিজি অর্জনের দ্বারপ্রান্তে। এরই মধ্যে বাংলাদেশকে পোলিওমুক্ত ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বাংলাদেশের মানুষ এখন প্রায় আধুনিক একটি দেশে বাস করছে।মন্ত্রী বলেন, দক্ষিন-পূর্ব এশিয়ায় শেখ হাসিনার মতো মমতাময়ী নেতা আর  নেই। এর কারণ হিসেবে তিনি বলেন, শিশুদের জন্য আয়োজিত এ ধরনের ক্যাম্পেইনগুলো তিনি নিজ হাতে উদ্বোধন করেন।তবে ব্যস্ততার কারণে এ বছর তিনি সেটা করতে পারেননি বলেও মন্তব্য করেন মন্ত্রী।  অনুষ্ঠানে গণমাধ্যমের উদ্দেশে মন্ত্রী বলেন, রাজনৈতিক সংবাদ বাদ দিয়ে আপনারা প্রচারণামূলক অনুষ্ঠান চালান। এতে দেশ ও জাতির উন্নতি হবে।মন্ত্রী অভিযোগ করে বলেন, এখনকার মায়েরা আধুনিকতার কারণে শিশুদের বুকের দুধ খাওয়াচ্ছেন না। তারা যদি শিশুর জন্য বুকের দুধের প্রয়োজনীয়তার কথা জানতেন তবে শিশুদের এভাবে বঞ্চিত করতেন না। এটাকে আধুনিকতা বলে না।অনুষ্ঠানে উপস্থিত স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেন, আমাদের দেশ অনেক উন্নত হয়েছে। বিশ্ববাসী অবাক  চোখে এখন আমাদের কর্মকাণ্ডগুলো দেখে। আমরা অনেক বড় একটি ইউনিটি গড়ে তুলেছি। এটি গড়তে আমাদের অনেক বছর সময়  লেগেছে।স্বাস্থ্য সচিব এম এম নেওয়াজে সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের পরিচালক হেদায়েতুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক নূর হোসেন তালুকদার।এ ক্যাম্পেইনের আওতায় সারা দেশের ছয় থেকে এগার মাস বয়সী শিশুকে একটি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া