adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৩ বছরের শিশুর হাতে মারা গেলো ১২ জন

আন্তর্জাতিক ডেস্ক : আগুন নিয়ে খেলা বিপজ্জনক, তা সে প্রাপ্ত বয়স্কই হোক বা অপ্রাপ্তবয়স্কই। এই পুরনো প্রবাদকে উপেক্ষা করার মাসুল হিসেবে প্রাণ দিতে হলো ১২ জনকে। আগুন নিয়ে খেলতে খেলতেই তাদের পুড়িয়ে মেরেছে মাত্র তিন বছরের একটি শিশু। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চিনের গুয়াংডং প্রদেশের একটি কাপড়ের কারখানায়।
চীনের সংবাদ মাধ্যম জানায়, গত সপ্তাহে ওই কারখানার মালিক তার তিন বছরের শিশুকন্যাকে খেলার জন্য একটি গ্যাস লাইটার কিনে দেন। গত বৃহস্পতিবার রাতে খেলার ছলেই বাচ্চাটি তার পাশে রাখা একটি স্পঞ্জের স্তুপে আগুন লাগিয়ে ফেলে। নিমেষের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে চারদিক। কারখানা থেকে বেরিয়ে যাওয়ার পর্যাপ্ত রাস্তা না থাকায় ভেতরেই আটকে পড়েন অনেকে।
উদ্ধারকর্মীরা কাজে নামার আগেই কারখানার ভেতর বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে ১২ জনের মৃত্যু হয়। আহত হয় আরও অনেকে। স্থানীয় প্রশাসন জানায়, বাড়িটিতে অবৈধভাবে এই কারখানাটি চালানো হচ্ছিল। এরইমধ্যে কারখানার মালিককে গ্রেপ্তার করা হয়েছে। দুর্ঘটনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যও করা হয়েছে।
উল্লেখ্য, গুয়াংডং প্রদেশে এমন ঘটনা নতুন নয়। গত বছর জুন মাসে এমনই একটি ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭০ জনের মৃত্যু হয়েছিল।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া