adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এক মামলায় ফখরুলের জামিন আরেকটিতে নামঞ্জুর

ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাহবাগ থানার দায়ের করা একটি হত্যা মামলায় জামিন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ মো. জহুরুল হক জামিন শুনানি শেষে দুপুরে এ জামিন মঞ্জুর করেন। তবে রমনা থানার একটি মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করেন তিনি।গত ৩০ মার্চ এ দুই মামলায় তার জামিনের আবেদন করেছিলেন তার আইনজীবীরা।গত ১৬ মার্চ রমনা ও শাহবাগ থানার পৃথক তিন মামলায় মির্জা ফখরুল সিএমএম আদালতে আত্মসমর্পন করলে ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠান। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে আছেন।গত বছরের ২৮ নভেম্বর সন্ধ্যা সোয়া ৬টার সময় ১৮ দলীয় জোট কর্তৃক ৭২ ঘণ্টা দেশব্যাপী রাজপথ রেলপথ নৌপথ অবরোধের সমর্থনে অজ্ঞাতনামা ২/৩ জন সদরঘাট টু মিরপুরগামী বিহঙ্গ পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা মেরে আগুন ধরিয়ে দেয়।এ সময় ১৯ যাত্রী গুরুতর দগ্ধ হয়। এদের মধ্যে ঘটনার পরদিন নাহিদ নামে এক বাসযাত্রী ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা যান।এ ঘটনায় মির্জা ফখরুলসহ বিএনপি নেতাদের নামে মামলা দায়ের করা হয়। এ মামলায় তিনি জামিন পেয়েছেন।এছাড়া গত বছরের ৩০ নভেম্বর রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া একটি সুপ্রভাত পরিবহনের একটি যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি রিকশা চাপা দেয়। ঘটনাস্থলে বাসযাত্রী হাবিবুর রহমান মারা যায়।এ ঘটনায়ও বিএনপি নেতাদের নামে আরেকটি মামলা দায়ের করা হয়। এ মামলার শুনানি শেষে বিচারক ফখরুলের জামিন নামঞ্জুর করেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া