adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১৪ এপ্রিল দেশে ফিরছেন সিইসি

নিজস্ব প্রতিবেদক : চতুর্থ উপজেলা নির্বাচন শেষ হওয়ার ১৫ দিনের মাথায় দেশে ফিরছেন দশম জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলা নির্বাচনে নিয়ে নানা বিতর্কের জন্ম দেয়া প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। আগামী ১৪ এপ্রিল ভোর ৫টায় দেশে ফিরবেন তিনি।নির্বাচন কমিশনের নির্ভরযোগ্য একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তবে কোন বিমানে তিনি ফিরবেন এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।সূত্র জানায়, ইতোমধ্যে নির্বাচন কমিশনের প্রটোকল অফিসার শরিফুল ইসলামকে সিইসির আসার বিষয়ে অবহিত করা হয়েছে। যাতে তিনি আসার আগে তার প্রটোকলের ব্যবস্থা করা হয়।সূত্র আরো জানায়, ভিআইভি লাউঞ্জ ব্যবহার করার জন্য ১০ এপ্রিলের মধ্যেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের পরিচালক এবং প্রধান নিরাপত্তা কর্মকর্তাকে চিঠি দিয়ে জানানো হবে।এদিকে ১২দিনের মাথায় সিইসির একান্ত  সচিব মাজহারুল ইসলামকে তার পদে পুনরায় বহাল করা হয়েছে। গত ১৯ তারিখে সিইসির অনুপস্থিতিতে উপজেলা নির্বাচন চলাকালীন সময়ে কারো অনুমতি ছাড়া কক্সবাজারে যাওয়ার কারণে সাময়িক বরখাস্ত করা হয়েছিল তাকে।এরআগে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ আর দায়িত্বে থাকছেন না এমন একটি গুঞ্জন উঠিছিল খোদ নির্বাচন কমিশনেই। তিনি আর দেশে ফিরবেন না বলেও অনেক কর্মকর্তা মন্তব্য করেছিলেন।প্রসঙ্গত, গত ৩ মার্চ ব্যক্তিগত সফরের কথা বলে এক মাসের ছুটিতে নিউইয়র্কে যান সিইসি। উপজেলা নির্বাচনের মাঝখানে ছুটিতে যাওয়ায় ওই সময় প্রধান নির্বাচন কমিশনারকে নিয়ে মিডিয়াতে সমালোচনার ঝড় ওঠে। কারণ কাজী রকিবউদ্দিন আহমদ এমনিতেই ৫ জানুয়ারি নির্বাচন নিয়ে জাতির কাছে বেশ বিতর্কিত। তার ওপর উপজেলা নির্বাচনে মাঝখানেই সস্ত্রীক বিদেশগমন যেন আগুনে ঘি ঢেলে দিয়েছিল।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া