adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ভারপ্রাপ্ত সিইসির বক্তব্য সংবিধান লঙ্ঘন : রফিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক : বিএনপি নাকে খত দিয়ে উপজেলা নির্বাচনে এসেছে- সাংবিধানিক পদে থেকে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) এমন মন্তব্যে সংবিধান লঙ্ঘন হয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।একই সঙ্গে ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনারের (সিইসি) এমন বক্তব্যে বিরুদ্ধে তদন্ত করার জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করার দাবি জানান তিনি।বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত বিএনপি  চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অবৈধ চার্জ গঠনের প্রতিবাদে এবং বিএনপির শীর্ষ  নেতাদের মুক্তির দাবিতে এক মানববন্ধনে তিনি একথা বলেন।  ভারপ্রাপ্ত সিইসি মো. আবদুল মোবারকের সমালোচনা করে ব্যারিস্টার রফিকুল ইসলাম বলেন,  নির্বাচন কমিশনারের পদটি সাংধিবানিক পদ। এ পদে তাকে সুষ্ঠু ও অবাধ নির্বাচন করার জন্য  সর্বোচ্চ ক্ষমতা দেয়া হয়েছে। কিন্তু তিনি সেটা না করে সরকারের সঙ্গে আতাঁত করে কারচুপির মাধ্যমে উপজেলা নির্বাচন করেছে।তিনি বলেন, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দফা উপজেলা নির্বাচনের ফলাফলে বিএনপি এগিয়ে থাকলেও পরবর্তী দুই দফায় ঘোষণা দিয়ে কেন্দ্র দখল করে আওয়ামী লীগ জয়ী হয়েছে। আমার প্রশ্ন, এক মাসের মধ্যে আওয়ামী লীগের জনপ্রিয়তা এতো বেড়ে  গেল কীভাবে? রফিকুল ইসলাম মিয়া বলেন, আইনের বিধান লঙ্ঘন করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। আইনের নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ না করে অন্যায়ভাবে খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জ গঠন এটা সর্ম্পূণ অবৈধ। তাকে (খালেদা) ও তারেক জিয়াকে রাজনৈতিকভাবে  হেয় প্রতিপন্ন করার জন্যই এটা করা হয়েছে।খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জ গঠনের দিন বিচারপতিকে বিএনপির আইনজীবীরা হামলার চেষ্টা করেছিল তাই তিনি এজলাস থেকে পালিয়ে গেছেন আইনমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করেন রফিকুল ইসলাম।তিনি বলেন, ওই দিন এজলাসের মধ্যে সশস্ত্র অবস্থায় অনেক পুলিশ সদস্য ছিলেন। আইনজীবীরা হামলা করলে পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিত।সংগঠনের সভাপতি নূরে আরা সাফার সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- বিএনপির ভাইস  চেয়ারম্যান সেলিমা রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ মহিলা দল ও  বিএনপির ঢাকা মহানগরীর নেতারা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া