adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচন কমিশনে সাসপেন্ড আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক : সাসপেন্ড আর শোকজ আতঙ্কে ঘুম হারাম নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের। কর্মকর্তাদের হুটহাট সাসপেন্ড করা হচ্ছে বা কারণ দর্শানোর নোটিশ দেয়া হচ্ছে। মোহাম্মদ আব্দুল মোবারক ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব গ্রহণের পরই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন বেশকজন কর্মকর্তা।উপজেলা নির্বাচনের মাঝপথে গত ৩ মার্চ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ একমাসের ছুটিতে নিউইয়র্কে গেলে সিইসির নিয়মিত দায়িত্ব পান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক।সূত্র জানায়,  মোবারক দায়িত্ব নেয়ার পর ইতোমধ্যে দুজনকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে। এর মধ্যে ১৯ মার্চ সিইসির একান্ত সচিব একেএম মাজহারুল ইসলাম এবং গত সপ্তাহে ইসির প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়ন শাখার প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আযাদকে সাসপেন্ড করা হয়।জানা যায়, কাউকে না জানিয়ে গত ১৮ মার্চ কক্সবাজার ঘুরতে যান মাজহারুল। বিষয়টি ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল  মোবারকের গোচরে এলে তিনি ক্ষুব্ধ হয়ে তাকে সাসপেন্ড করেন। এছাড়া কয়েকদিন অনুপস্থিত থাকার কারণে আবুল কালাম আযাদকে সাসপেন্ড করা হয়েছে বলে জানা গেছে।তবে ১২ দিনের মাথায় ০১ এপ্রিল মাজহারুলের বরখাস্তের আদেশ তুলে নিয়ে তাকে স্বপদে বহাল করা হয়েছে। আগামীকাল বুধবার থেকে তিনি নিয়মিত অফিস করবেন।এদিকে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে টাঙ্গাইলের নির্বাচন সংক্রান্ত একটি তথ্য প্রকাশ করতে বিলম্ব হওয়ায় নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ব্যবস্থাপনা শাখার-১ এর সিনিয়র সহকারী সচিব ফরহাদ হোসেন ও এলএমএসএস দেলওয়ার হোসেনকে শোকজ করা হয়েছে। একই সঙ্গে বিষয়টি আইনশাখার যুগ্মসচিব শাজাহানকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। তিনি তদন্ত শেষে ইসির অতিরিক্ত সচিব  মোখলেছুর রহমানের কাছে  প্রতিবেদন জমা দেবেন।সূত্র জানায়, ইতোমধ্যে শাজাহান তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন। এর ভিত্তিতেই ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার আবদুল মোবারক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।আর এসব কারণেই আতঙ্কে দিন পার করছেন ইসির কর্মকর্তারা।নাম প্রকাশ অনিচ্ছুক একাধিক কর্মকর্তা বলেন, নির্বাচনকে  কেন্দ্র করে আমরা নির্দিষ্ট অফিস টাইমের বাইরে অনেক সময় কাজ করি। তারপরও শান্তি নেই। মনের মধ্যে সবসময় আতঙ্ক বিরাজ করছে, কখন যে সাসপেন্ড হই।অপর এক কর্তকর্তা শঙ্কা প্রকাশ করে বলেন, আর দুমাস মোবারক স্যার দায়িত্বে থাকলে আমাদের অফিস ছেড়ে পালাতে হবে।এদিকে সিইসি যাওয়ার পর এবং মোবারক দায়িত্ব নেয়ার পরে অনুষ্ঠিত তিন ধাপের নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে ক্ষমতাসীনদের সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীরা বড় ব্যবধানে বিজয় লাভ করে। একই সঙ্গে ভোটকেন্দ্রে বেড়েছে সহিংসতার মাত্রা। সহিংসতা রোধে নানা  কৌশলের কথা জানালেও সেগুলো দৃশ্যমান ছিল না।অনেকে মনে করেন, দায়িত্ব নেয়ার পর ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থীরা এগিয়ে থাকার কারণে সরকারের কাছে মোবারকের আলাদা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। এ কারণে তিনি তার ইচ্ছে মতো কাজ করছেন। কাউকে তোয়াক্কা করছেন না।অন্যদিকে পঞ্চম ধাপের নির্বাচনের আগের দিন সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনকে উদ্দেশ করে দেয়া বক্তব্যের কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়ে মোবারক। এ কারণে বিএনপি  চেয়ারপারসন মোবারককে আইনি নোটিশও পাঠিয়েছেন।নোটিশে বলা হয়, নির্বাচন কমিশন সংবিধান অনুসারে স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান। উক্ত নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত প্রাধান নির্বাচন কমিশনের পদে থেকে তিন তিন বারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রীর ব্যাপারে সংবাদ সম্মেলনে মানহানিকর শব্দ ব্যবহার করে কটূক্তি করা আইনের দৃষ্টিতে শিষ্টচার বহির্ভূত, ক্ষমতার অপব্যবহার ও ফৌজদারি অপরাধের শামিল।কর্মকর্তাদের আতঙ্কের ব্যাপারে জানতে চাইলে নির্বাচন কমিশন সচিবালয়ে জনবল শাখার উপ-সচিব আবুল কাশেম বলেন, এগুলো প্রশাসনিক ব্যাপার। এ ব্যাপারে আমি কিছুই বলতে পারব না। আমি নিজেও আতঙ্কের মধ্যে রয়েছি। তবে কাজ না করলে শাস্তি পেতে হবে এটা স্বাভাবিক।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া