adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হলমার্কের বিরুদ্ধে সোনালীর আরও মামলা

নিজস্ব প্রতিবেদক : ঋণ কেলেঙ্কারির অভিযোগে বহুল আলোচিত প্রতিষ্ঠান হলমার্কের গ্রুপের বিরুদ্ধে আরও একটি মামলা করেছে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ।মঙ্গলবার সোনালী ব্যাংকের রূপসী বাংলা (শেরাটন) শাখার নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম ঢাকার প্রথম অর্থঋণ আদালতে এ মামলা দায়ের করেন।মামলায় ৩০ কোটি ৪০ লাখ ৬৬ হাজার ৯৯৯ টাকা ঋণ খেলাপির অভিযোগ আনা হয়েছে হলমার্ক গ্রুপের মালিকানাধীন প্রতিষ্ঠান ববি ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ ও এর চেয়ারম্যান জেসমিন ইসলামের বিরুদ্ধে।মামলার অভিযোগে বলা হয়েছে, ববি ফ্যাশন লিমিটেডের নামে ৩০ কোটি ৪০ লাখ ৬৬ হাজার ৯৯৯ টাকার  মালামাল কোনো রকম অর্থ পরিশোধ না করেই গ্রহন করে হলমার্ক। পরে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ ওই অর্থ পরিশোধ করে কিন্তু হলমার্ক কর্তৃপক্ষকে ওই ঋণ পরিশোধের জন্য বারবার বলা হলেও তারা ওই ঋণ পরিশোধ না করায় এ মামলা করা হয়েছে।সংশ্লিষ্ট আদালতের বিচারক মো. রবিউজ্জামান মামলাটি গ্রহণ করে বিবাদী পক্ষের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছেন। আগামী ১৬ এপ্রিল সমন ফেরতের জন্য দিন ধার্য করেছেন বিচারক।প্রসঙ্গত, ঢাকার প্রথম অর্থঋণ আদালতে এ নিয়ে হলমার্ক গ্রুপের বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানের বিরুদ্ধে সোনালী ব্যাংকের মামলার সংখ্যা দাঁড়াল ১১তে। আরও অন্তত পাঁচটি মামলা এ গ্রপের বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে হতে পারে বলে জানা গেছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া