adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপি রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার

নিজস্ব প্রতিবেদক : বিএনপির শীর্ষস্থানীয় নেতারা সরকারের রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার রফিকুল ইসলাম মিয়া।মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সবুজবাগ থানা যুবদল ঢাকা দক্ষিণ আয়োজিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি শীর্ষক সমাবেশে তিনি এ কথা বলেন।রফিকুল ইসলাম মিয়া বলেন, বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের নামে মিথ্যা মামলাগুলো রাষ্ট্রীয় সন্ত্রাস। আর সরকার সুপরিকল্পিতভাবে বিএনপির নেতাদের নামে এই রাষ্ট্রীয় সন্ত্রাসীর মামলা দায়ের করেছে।নাকে খত দিয়ে বিএনপি নির্বাচনে এসেছে- ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনার আবদুল মোবারকের এই বক্তব্যের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরাও এই ভাষায় কথা বলে না। তিনি মূলত প্রধানমন্ত্রীর আজ্ঞাবহ হওয়ার জন্য এই বক্তব্য দিয়েছেন।ব্যারিস্টার রফিক বলেন, সহিংসতা, মানুষ হত্যা এবং ভোটার বিহীন নির্বাচন করে আওয়ামী লীগ সরকার প্রমাণ করেছে তাদের অধীনে জনগণ ও গণতন্ত্র নিরাপদ নয়। তাই আন্দোলনের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে সম্পৃক্ত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাধ্য করতে হবে।নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, বর্তমান স্বৈরাচার সরকারের পায়ের নিচে শক্ত মাটি নেই। সুতরাং আন্দোলন ও সংগ্রামের কোনো বিকল্প নেই।পুলিশ বাহিনীকে জনগণ ও বিএনপির বিরুদ্ধে সরকার তাদের মূল হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলেও মন্তব্য করেন তিনি।ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনার আবদুল  মোবারকের বক্তব্যের কঠোর সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের চেয়েও আবদুল মোবারক কঠিন আওয়ামী লীগার।আয়োজক সংগঠনের সভাপতি মাসুদ আহমেদ মিলনের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্যে রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম আজাদ প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া