adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পুলিশের কাছ থেকে ১৪৯ পিস সোনার বার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর রামপুরা থানার পুলিশের কাছ থেকেই অবশেষে খোয়া যাওয়া সোনার বার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে।মঙ্গলবার সকালে খোয়া যাওয়া  ১৪৯ পিস সোনার বার উদ্ধার করা হয়।এর মধ্যে ৩ জন পুলিশ সদস্য এবং বাকি একজন পুলিশের সোর্স।এ ব্যাপারে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ জানায়, সোমবার সকালে রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম, কনস্টেবল আকাশ চৌধুরী এবং কনস্টেবল ওয়াহিদুল ইসলাম ও পুলিশের সোর্স রনিকে জিজ্ঞাসাবাদের পরপরই ঘটনার নাটকীয় মোড় নেয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করেন, গাড়িতে থাকা ১৬৫ পিস সোনার বার তারা নিজেরাই আত্মসাত করেছিলেন।পরে সেই সোনার বার উদ্ধারে শুরু হয় অভিযান। রাতভর অভিযানে ১৬৫ পিস সোনার বারের মধ্যে ১৪৯ পিস উদ্ধার করা হয়েছে। গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ইকবাল হোসাইন বলেন, উদ্ধার করা সোনার বারের সংখ্যা বেশি হতে পারে। সংবাদ সম্মেলনেই এর বিস্তারিত জানানো হবে।ডিবি পুলিশ রামপুরা থানার থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম, কনস্টেবল আকাশ চৌধুরী এবং কনস্টেবল ওয়াহিদুল ইসলাম ও পুলিশের সোর্স রনিকে আটক  দেখিয়েছে।গত ১৩ মার্চ রামপুরা ব্যাংক কলোনি বালুর মাঠ এলাকায় থানার সাব ইন্সপেক্টর মঞ্জুরুল ইসলাম প্রাইভেট গাড়িকে দাঁড়াতে বলেন। এ সময় গাড়ির চালক গাড়ি দাঁড় করিয়ে ভেতরে থাকা আরো দুজনসহ পালিয়ে  গেলে সাব ইন্সপেক্টর মঞ্জুরুল গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে ১৬ মার্চ রাতে গাড়িটি ছাড়িয়ে নিতে তদবির করতে আসেন দৌঁড়ে পালানো গাড়ির ড্রাইভার সমির বিশ্বাস ও আরোহী মাহিন। পুলিশ তাদের কাছ থেকেই জানতে পারে, গাড়ির মধ্যে সোনার বার আছে। পরে পুলিশের উপস্থিতিতে তারা ৭০ পিস সোনার বার ভর্তি কালোব্যাগ গাড়ির ভেতর থেকে বের করে দেন। এ সময় পুলিশ তাদের আটক করে।অভিযোগ ওঠে, ওই গাড়িতে ২৩৫ পিস সোনার বার ছিল। যার মধ্যে ৭০ পিস উদ্ধার দেখিয়ে বাকিগুলো পুলিশ কর্মকর্তারা আত্মসাৎ করেছেন। এ অভিযোগে থানার দুই ওসি কৃপা সিন্ধু বালা ও নাসিম আহমেদ এবং সাব ইন্সপেক্টর মঞ্জুরুলকে প্রত্যাহার করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলাটি তদন্ত করছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।গত ২০ মার্চ রামপুরা থানা থেকে উদ্ধার করা ৭০ পিস সোনার বার মহানগর  গোয়েন্দা অফিসে নিয়ে আসা হয়। সোনার ২৫ মার্চ বারগুলো বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হয়।পরে ঘটনার তদন্তে বাকি ১৬৫ পিস সোনার বার সাব ইন্সপেক্টরের নেতৃত্বে আত্মসাতের প্রমাণ পাওয়া যায়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া