adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারপ্রাপ্ত সিইসিকে ক্ষমা চাওয়ার আহবান : রিজভী

নিজস্ব প্রতিবেদক : বিএনপিকে নিয়ে করা বক্তব্য প্রত্যাহার করে ভারপ্রাপ্ত সিইসি মোহাম্মদ আবদুল মোবারককে জাতির কাছে ক্ষমা চাইতে বলেছে বিএনপি।সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির দফতরের দায়িত্বে থাকা যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ আহবান জানান।মোবারকের কঠোর সমালোচনা করে রিজভী বলেন, ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনারের বক্তব্য প্রধানমন্ত্রীকে(শেখ হাসিনা) খুশি করার বক্তব্য। তিনি এ বক্তব্য বঙ্গবন্ধু এভিনিউতে দিলে বাহবা পেতেন। তার এই বক্তব্যের তীব্র নিন্দা  ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহার করে জাতির সামনে তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি।নির্বাচন কমিশনারদের পদত্যাগ করতে খালেদা জিয়ার আহ্বান প্রসঙ্গে ভারপ্রাপ্ত সিইসি মোহাম্মদ আবদুল  মোবারক আঞ্চলিক উচ্চারণে বলেন, ওনার দল আমাদের আন্ডারে নির্বাচন করছেন, আমরা না হয় জিরো। কিন্তু এই জিরোর অধীনে তিনি (খালেদা জিয়া) নির্বাচন করতেছেন তো, নাকে খত দিচ্ছেন তো। আর কী কতা? রোববার বিকেল সাড়ে ৩টায় নির্বাচন কমিশন মিডিয়া সেন্টারে  এক প্রশ্নের জবাবে মোবারকের করা ওই বক্তব্যের সমালোচনা করে রিজভী আরও বলেন, প্রভুর অন্নেই পালিত হচ্ছে ইসি। তাই তাদের হয়েই তো কথা বলছে। সরকারের হরেক রকম অশুভ কারসাজিতে সামিল হতে হয়েছে কমিশনকে। কারণ তারা তো প্রভুর অন্নে পালিত।তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচনে তারা হাসির খোরাক হয়েছেন। ভেবেছিলাম, নির্বাচন কমিশন অন্তত একটি বাহ্যিক নিরপেক্ষতা হলেও দেখাবে। কিন্তু শাসকদল ও নির্বাচন কমিশনের মিলিত চক্রটি মাথাচাড়া দিয়ে উঠেছে। খোলাখুলি গুন্ডামির প্রশ্রয় দিতেই এটা করা।রিজভী বলেন, তা নাহলে তিনি কি একটি বৃহৎ রাজনৈতিক দলকে বলতে পারতেন যে, তারা নাকে খত দিয়ে নির্বাচনে এসেছে? তার কাছ  থেকে নিরপেক্ষতা আশা করেছিলাম। কিন্তু  ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। তিনি বলেন, ভোটকে কেন্দ্র করে মোটা অংকের টাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কেনা-বেচা হচ্ছে।ভোটকেন্দ্রিক সহিংসতা ও কারচুপি নিয়ে বিএনপির সব আশঙ্কা সত্যি হয়েছে।রিজভী বলেন, ভোট নিয়ে যেসব আশঙ্কা আমরা করেছিলাম, সেসবের সবই সত্যি হল। বিভিন্ন সূত্রে  জেনেছি,  মোটা অংকের টাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা  কেনাবেচা হচ্ছেন।তিনি বলেন, আমরা  যেসব আশঙ্কা করেছি, তা বর্ণে বর্ণে সত্যি হয়েছে। কাল রাত থেকেই অনিয়মের হিড়িক পড়ে গেছে। ভুয়া ভোট ও সন্ত্রাস হচ্ছে। এজেন্টদের ওপর হামলা চলছে,  ভোটারদের বাধা দেওয়া হচ্ছে।প্রধানমন্ত্রীর সমালোচনায় রিজভী বলেন, রংধনুর নানা রঙ ধারণ করছেন প্রধানমন্ত্রী। এতো কিছু করে তিনি এখন ত্যাগের কথা বলছেন। তিনি প্রশাসনকে দুমড়ে মুচড়ে ডাস্টবিনে ত্যাগ করেছেন। আর কী ত্যাগ স্বীকার করবেন।তিনি বলেন, একটি অপরাধ করে মনের স্বস্তির জন্য অন্য অপরাধ করছেন তারা।রিজভী বলেন, বিভিন্ন  কেন্দ্রে বিএনপি সমর্থিত এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয়েছে। আওয়ামী সন্ত্রাসীরা বিভিন্ন কেন্দ্র দখল করে নিয়েছে।এ সময় আরো ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদ, মহিলাদলের সাধারণ সম্পাদক শিরীন সুলতানা, বিএনপির সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া