adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মধ্যবর্তী নির্বাচন নিয়ে আলোচনা নয়: হাছান মাহমুদ

নিজস্ব প্রতিবেদক : মধ্যবর্তী নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।তিনি বলেন, আমরা জাতীয় নির্বাচনের আগে তাদের সঙ্গে আলোচনার বহু প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু তারা তখন আলোচনায়  কোনো সাড়া দেয়নি। তারা তখন নির্বাচন বানচালের  ঘোষণা দিয়েছিল। এখন মধ্যবর্তী নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হবে না।সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির খাজা নিজাম উদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত প্রথম রাষ্ট্রপতি নিয়ে খালেদা জিয়া ও তারেক রহমানের মিথ্যাচারের প্রতিবাদ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।হাছান মাহমুদ বলেন, বিএনপি আন্দোলনে সফল না হয়ে বিদেশী রাষ্ট্রদূতদের হায়ার করে এনে বলে, আপনারা একটু সরকারকে বলেন যেন তারা আমাদের সঙ্গে আলোচনায় বসেন।জনবিচ্ছিন্ন হয়ে বিএনপি এখন সংবাদ সম্মেলন ও প্রেস রিলিজ দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, বিএনপি রাজনৈতিক দর্শন হচ্ছে মিথ্যাচার। মিথ্যার ওপর ভর করেই বিএনপি জম্ম হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রতিটি নির্বাচনের সময় সকাল-বিকাল সংবাদ সম্মেলন ও  প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে মিথ্যার ফুল ঝুঁড়ি ছড়াচ্ছে।তিনি প্রশ্ন  রেখে বলেন, জিয়াউর রহমানের পিতা-মাতার কবর কোথায় আপনারা  কেউ কি জানেন? তারেক জিয়াকে কখনো কি তার দাদা-দাদির কবর জিয়ারত করতে দেখেছেন?তিনি বলেন, আসলে খালেদা হল চেতনায় পাকিস্তানি। খালেদা ও জিয়ার মাতা পিতারা ভারতীয়। তারা বংলাদেশী না।৩য় ও ৪র্থ ধাপের উপজেলা নির্বাচনের ন্যায় ৫ম ধাপেও আওয়ামী লীগ বিজয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন দলটির এই  নেতা।সংগঠনের উপদেষ্টা চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের স্থায়ী কমিটির সদস্য হারুন  চৌধুরী, বঙ্গবন্ধু একাডেমীর সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিজি প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া