adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দুদক লোক দেখানো কাজ করছে না : দুদক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতিবাজদের বিরুদ্ধে তথ্য-উপাত্ত দিয়ে দেশের জনগণকে সহায়তা করার অনুরোধ জানিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেছেন, আমরা লোক দেখানোর জন্য কোনো কাজ করছি না। কোনো অবস্থাতেই দুর্নীতিবাজদের ছাড়  দেয়ার অবকাশ নেই। দুর্নীতিবাজরা যত শক্তিশালী হোক না কেন তাদের বিরুদ্ধে দুদকের কার্যক্রম চলবে। রোববার দুপুরে দুদক প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।দুদক চেয়ারম্যান বলেন, দুদকের কার্যক্রমের নিরপেক্ষতা নিয়ে মানুষের মধ্যে যে সংশয় রয়েছে তা দূর করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা অপেক্ষা করুন অচিরেই এ সংশয় দূর হবে। আমরা  লোক  দেখানোর জন্য কোনো কাজ করছি না।নারী সংসদ সদস্যদের অবৈধ সম্পদের বিষয়ে দুদক  কোনো পদক্ষেপ নিয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।রানা প্লাজার ঘটনায় অভিযুক্তরা আদালত থেকে কিভাবে ছাড়া পাচ্ছে জানতে চাইলে  চেয়ারম্যান বলেন, এ ব্যাপারে তদন্তের কোনো গাফলতি আছে কি না এবং আদালত থেকে কিভাবে জামিন পেল এ বিষয়টি নিয়ে আইনজীবীদের সঙ্গে কথা বলবেন। আমরা  রাজনৈতিক বিবেচনায় কাউকে ধরছি না বা ছাড় দিচ্ছি না।কমিশনার সাহাবুদ্দিন চুপ্পু বলেন, আমরা রাজনীতির উর্ধ্বে থেকে সাবেক ও বর্তমান মন্ত্রী এমপিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান ও তদন্ত শেষে বিচারের জন্য প্রতিবেদন আদালতে পাঠাচ্ছি। আদালত থেকে কেউ ছাড়া পেলে  সেক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না। আমরা সরকার ও বিরোধী দল বিবেচনায় কারো বিরুদ্ধে অভিযোগ গ্রহণ বা তদন্ত করি না।চুপ্পু বলেন, দুর্নীতিবাজ যেই হোক আমরা তাদের আইনের আওতায় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ ক্ষেত্রে জনগণ ও মিডিয়া এগিয়ে আসলে দেশের দুর্নীতি প্রতিরোধ সম্ভব হবে বলে তিনি মনে করেন।এর আগে  সেগুনবাগিচা দুদক কার্যালয়  থেকে দুদক চেয়ারম্যান, কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে দুর্নীতি বিরোধী র‌্যালি কাকরাইল মসজিত দিয়ে বিজয় নগর ও পুরানা পল্টন মোড় হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে  শেষ হয়।র‌্যালিতে রিপোর্টার্স এগেনেস্ট করাপসন (র‌্যাক)এর সহ সভাপতি মতলু মল্লিকের নেতৃত্বে যুগ্ম সম্পাদক আলাউদ্দীন আরিফ, সদস্য সাঈদ আহমেদ, আবুল কাসেম, মাসুম আহমেদ, শাহনাজ পারভীন এলিস ও এস এম এ কালাম প্রমুখ অংশ নেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া