adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বাচিপ নেতার মুক্তির আশ্বাসে চিকিৎসকদের ধর্মঘট স্থগিত

ডেস্ক রিপোর্ট : হত্যা মামলার আসামি ক্লিনিক মালিক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতা ডা. শিমুলের নিঃশর্ত মুক্তির ব্যাপারে প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে চলমান ধর্মঘট রোববার দুপুর ১২টা পর্যন্ত স্থগিত করা হয়েছে।সরকার সমর্থক চিকিৎসকরা শুক্রবার রাতে নগরীর একটি রেস্টুরেন্টে বৈঠকের পর চলমান ধর্মঘট স্থগিতের এ  ঘোষণা দেন।স্বাচিপ রাজশাহী শাখার সভাপতি ও ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের প্রধান ডা. শহীদুর রহমান তরফদার বলেন, শুক্রবার রাতে কারাবন্দি ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুলের মুক্তির ব্যাপারে প্রশাসন আমাদের আশ্বাস দিয়েছে। এ জন্য রোববার দুপুর ১২টা পর্যন্ত চলমান চিকিৎসক ধর্মঘট স্থগিত করা হয়েছে। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা রোববার দুপুর ১২টার মধ্যে ডা. শিমুলকে আইনি প্রক্রিয়ায় মুক্তি আশ্বাস দিয়েছেন।ওই সময়ের মধ্যে ডা. শিমুলকে মুক্তি  দেয়া না হলে আবারো চিকিৎসক ধর্মঘটের মাধ্যমে গোটা রাজশাহী বিভাগের চিকিৎসা ব্যবস্থা অচল করে দেয়া হবে বলে হুমকি দিয়েছেন ওই চিকিৎসক  নেতা।প্রসঙ্গত, হত্যা মামলায় ক্লিনিক মালিক ও স্বাচিপ নেতা শামিল উদ্দিন আহমেদ শিমুলকে কারাগারের পাঠানোর প্রতিবাদে গত বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতি এবং পরে সরকার সমর্থক রাজশাহীর সব চিকিৎসক ধর্মঘট শুরু করেন। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ রোগীরা। এ সময় চিকিৎসা না পেয়ে এক রোগীর মৃত্যু হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া