adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বার্ড ফ্লু- ৭ হাজার মুরগি নিধন

ফাইল ছবিডেস্ক রিপোর্ট: যশোরের সরকারি মুরগি খামারের এভিয়েন ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত প্রায় সাত হাজার মুরগি নিধন করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে এ ব্যবস্থা নেয়া হয় বলে জানান জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর রাজ্জাক।
তিনি জানান, গত সোমবার (২৪ মার্চ) বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে খামারের ৩/৪টি মুরগি মারা যায়। বিষয়টি জানতে পেরে প্রাণিসম্পদ কর্মকর্তারা যশোরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবহিত করেন।
এরপর খামারের মুরগি, ডিম, খাবার ও ভিটামিন পরীক্ষা করা হয় এবং অধিকতর পরীক্ষার জন্য কয়েকটি মরা মুরগির নমুনা ঢাকার মহাখালীতে সেন্ট্রাল ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাবে (সিডিআইএল) পাঠানো হয়। বুধবার (২৬ মার্চ) ঢাকা থেকে পজিটিভ রিপোর্ট আসে।
বৃহস্পতিবার রাতে ডা. মেহেদি হাসান, ডা. সমর ঘোষ এবং প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর রাজ্জাকের তত্ত্বাবধানে খামারে থাকা ৬ হাজার ৮৬৮টি মুরগি, এক হাজার ৮৮২টি মুরগির ডিম, ১৩ শ  কেজি মুরগির খাবার এবং ১৯ কেজি ভিটামিন ধ্বংস করা হয়।
এগুলোর আনুমানিক মূল্য ৩৮ লাখ ৩৫ হাজার ৭৪৭ টাকা বলে জানান তিনি। আব্দুর রাজ্জাক আরো জানান, রাতে পেট্রোল ঢেলে সেগুলো পোড়ানোর পর মাটিচাপা দেয়া হয়।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া