adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মুক্তিযোদ্ধা দলের সভায় ৫ জনকে সম্মাননা

নিজস্ব প্রতিবেদক : একাত্তরের মহান স্বাধীনতাযুদ্ধে অবদান রাখার স্বীকৃতি স্বরূপ পাঁচ ব্যক্তিকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিবি) মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ অহংকার স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান বীরউত্তম শীর্ষক আলোচনা সভায় এ সম্মাননা প্রদান করা হয়।সভার প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। সম্মাননা প্রাপ্তদের দুইজনকে ক্রেস্টের সঙ্গে এক লাখ টাকা করে প্রদান করা হয়েছে।সম্মাননা প্রাপ্তরা হলেন- সাংবাদিক সিরাজুর রহমান, অনারারি লেফটেন্যান্ট (অব.) আবদুল হাই বীর প্রতীক, আবুল হাশেম বীর বিক্রম, বেগম আলম তারা ও ২ নং  সেক্টরের মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। এদের মধ্যে বেগম আলম তারা ও নুরুল ইসলামকে এক লাখ টাকা করে প্রদান করা হয়েছে।এছাড়া, সভায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলকেও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত ও সেক্রেটারি শফিউজ্জমান ছোটন বিএনপি চেয়ারপারসনের হাত থেকে এ সম্মাননা  ক্রেস্ট গ্রহণ করেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া