adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মির্জা ফখরুলের জামিন শুনানি শুরু

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর রমনা ও শাহবাগ থানার পৃথক তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদনের শুনানি বৃহস্পতিবার  শুরু হয়েছে।সকাল ১১টায় ম্যাজিস্ট্রেট রেজাউল করিমের আদালতে এ শুনানি শুরু হয়।শুনানি উপলক্ষে ইতোমধ্যে মির্জা ফখরুলকে গাজীপুরের কাশিমপুর কারাগার  থেকে ঢাকার সিএমএম আদালতে আনা হয়েছে।এর আগে গত মঙ্গলবার ঢাকার সিএমএম আদালতে ফখরুলের আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ জামিনের এ আবেদন করেন।আইনজীবী জয়নুল আবেদীন  মেজবাহ বলেন, এ তিন মামলায় মির্জা ফখরুল গত ৩ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের জামিন পান। আগামী ৩০ মার্চ তার জামিনের  মেয়াদ শেষ হবে।জামিনের মেয়াদ শেষ হওয়ার আগেই হাইকোর্ট মির্জা ফখরুলকে বিচারিক আদালতে আত্মসমর্পন করতে নির্দেশ  দেন।হাজতখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ জানান, শুনানি উপলক্ষে কাশিমপুর কারাগার থেকে মির্জা ফকরুলকে সকাল সাড়ে ৯টার দিকে সিএমএম আদালতে আনা হয়েছে। সকাল ১১টার দিকে জামিন আবেদনের শুনানি শুরু হবে।এর আগে গত ৩ জানুয়ারি রাজধানীর পরিবাগ মোড়ে যাত্রীবাহী বাসে মানুষ হত্যার ঘটনায়  রমনা থানায় মির্জা ফখরুলের বিরুদ্ধে মামলা করা হয়। এ মামলায় গত ১৬ মার্চ মির্জা ফখরুলকে কারাগারে পাঠায় সিএমএম আদালত।মির্জা ফখরুল কারাগারে আটক থাকায় গত মঙ্গলবার আইনজীবী জয়নুল আবেদীন বৃহস্পতিবার তার উপস্থিতিতে এ জামিন শুনানির জন্য আদালতে আবেদন করেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া