adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ওবামার মাতাল দেহরক্ষী

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন  প্রেসিডেন্ট বারাক ওবামার তিন দেহরক্ষীকে নিয়ম ভঙ্গের কারণে চাকরি থেকে সাময়িক অব্যাহতি দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে। সম্প্রতি ওবামা নেদারল্যান্ডে একটি সম্মেলনে  যোগ দিতে গেলে এই ঘটনা ঘটে। এসময় ওই তিন দেহরক্ষী মাতাল অবস্থায় ধরা পরলে তাদের বরখাস্ত করা হয়।যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানায়, তিন দেহরক্ষীর ভেতর একজনকে মাতাল অবস্থায় আমর্স্টাডামের একটি  হোটেলের বলরুমে পাওয়া যায়। অবশ্য এবিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের মূখপাত্র। গোয়েন্দা সংস্থা এর আগের কিছু স্ক্যান্ডাল নিয়ে হিমশিম খাচ্ছিল, ঠিক সেই অবস্থায় এই ঘটনা মার্কিন গোয়েন্দা সংস্থার জন্য গোদের উপর বিষফোড়ার অবস্থা হয়েছে।২০১৩ সালে ওবামার নিরাপত্তায় নিয়োজিত দুই এজেন্টকে যৌন কেলেঙ্কারির অভিযোগে বরখাস্ত করা হয়েছিল। এছাড়াও ২০১২ সালে বেশ কয়েকজন নিরাপত্তা কর্মীকে যৌনকর্মী ভাড়া করার কারণে বরখাস্ত করা হয়েছিল। গোয়েন্দা বিভাগের মুখপাত্র এড ডনোভান বলেন, ওবামা নেদারল্যান্ডে পারমাণবিক নিরাপত্তা সংক্রান্ত একটি সম্মেলনে  যোগ দেয়ার আগেই এই ঘটনা ঘটেছে। নিয়ম ভঙ্গের কারণে ওই তিনজনকে সাময়িকভাবে বরখাস্ত করে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে। প্রেসিডেন্টের নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ চলবে না।এবিষয়ে যুক্তরাষ্ট্রের সিনেটররা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। কমিটির  চেয়ারম্যান সিনেটর টম ক্রাপার বলেন, এই ঘটনা সম্পর্কে আমাদের আরো জানতে হবে। দেখা যাচ্ছে প্রেসিডেন্টের নিরাপত্তারক্ষীরা ঠিক মতো দায়িত্ব পালন করছে না।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া