adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আমু বললেন ক্রসফায়ার মৌখিক কথা, আইজিপি চুপ

নিজস্ব প্রতিবেদক : সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে জানিয়ে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধ হচ্ছে  মৌখিক কথা। কোথায় কিভাবে ক্রসফায়ার হচ্ছে সেটা ক্ষতিয়ে দেখতে হবে।তবে ময়মনসিংহে জঙ্গি ছিনতাই, একজন ক্রসফায়ারে নিহত হলেও বাকি দুজন গ্রেপ্তার না হওয়ার বিষয়ে মন্ত্রীকে করা অপর এক প্রশ্নের জবাবে আইজিপি ক্রসফায়ার হচ্ছে কি হচ্ছে না এমন কিছ্ইু বলেননি।শিল্পমন্ত্রী বৃহস্পতিবার দুপুরে র‌্যাব সদর দপ্তরে র‌্যাবের ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের দ্বিতীয় দিনে র‌্যাব কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে মিট দ্যা প্রেস অনুষ্ঠানে বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।মন্ত্রী বলেন, সুন্দরেবনে যে লাশ পাওয়া যাচ্ছে, রাজবাড়িতে যে লাশ পাওয়া গেছে এগুলো কোনোটাই ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধ নয়। এসব বনদস্যু জলদস্যু বা চারমপন্থিদের হাতে নিহত হয়েছে। এসব নিহতের ঘটনাকে ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধ বলে উদোরপিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে দিলে হবে না।এসময় মন্ত্রী দাবি করেন, গত ১০ বছরে র‌্যাব যে সকল কার্যক্রম করেছে তা দেশ ও জাতির স্বার্থে এবং এগুলো প্রশংসার দাবিদার।তিনি বলেন, র‌্যাব প্রতিষ্ঠার পর থেকে সন্ত্রাস দমন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং মানবাধিকার রক্ষায় কাজ করেছে। বিশেষ করে বাংলাভাই এবং শায়খ আব্দুর রহমানকে গ্রেপ্তার করে জঙ্গিবাদের শাখা প্রশাখা নির্মূল করেছে।পর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে অপহরণসহ নানা অপরাধের সঙ্গে জড়িতদের র‌্যাব গ্রেপ্তার করেছে।সম্প্রতি ৩ জঙ্গি ছিনতাই হওয়ার পর একজন বন্দুকযুদ্ধে মারা  গেলেও বাকি ২ জন এখন পর্যন্ত গ্রেপ্তার না হওয়ার বিষয়ে মন্ত্রীকে প্রশ্ন করলে আইজিপি হাসান মাহমুদ খন্দকার বলেন, এখনো ওই ২ জঙ্গিকে  গ্রেপ্তার করতে না পারলেও তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ইতিমথ্যে এ ঘটনায় কারা জড়িত কিভাবে হামলা হয়েছে সব কিছুই উদঘাটন করা হয়েছে।পরে র‌্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য র‌্যাবের ১০ কর্মকর্তা ও সদস্যকে পুরস্কার দেয়া হয়।এসময় মন্ত্রী র‌্যাবের কার্যক্রমের ভূয়ষী প্রশংসা করে বলেন, দেশের বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে র‌্যাবসহ সকল আইনশৃঙ্খলা বাহিনীর আধুনিকায়নে কাজ করছে সরকার। র‌্যাবকে একটি অত্যাধুনিক ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।তিনি জানান, সম্প্রতি এ বাহিনীতে সংযোজিত হয়েছে যুক্তরাষ্ট্রে তৈরি উন্নত প্রযুক্তির দুটি হেলিকপ্টার। এছাড়া র‌্যাবের আরো দুটি ব্যাটালিয়ন গঠন করা হরেছে।এসময় তিনি বলেন, সরকার জননিরাপত্তার স্বার্থে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এটি বাস্তবায়নে র‌্যাবসহ অন্যান্য বাহিনীর সক্ষমতা বাড়ানো হবে।অনুষ্ঠানে স্বরাষ্ট্র সচিব সিকিউকে মোস্তাক আহমেদ, র‌্যাবের মহাপরিচালক মোখলেসুর রহমান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান উপস্থিত ছিলেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া