adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

টস হেরে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা

নিজস্ব প্রতিবেদক : আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেন পর্বের গ্রুপ ওয়ান থেকে নিজেদের অস্তিত্ব রক্ষার ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করার সুযোগ  পেয়েছে দক্ষিণ আফ্রিকা।চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলমান গ্রুপ ওয়ানের এ খেলায় টস জিতে নেদারল্যান্ডসের অধিনায়ক পিটার বোরেন প্রথমে প্রতিপক্ষকে ব্যাট করার আমন্ত্রণ জানান। সুপার  টেন পর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র ৩৯ রানে অল আউট হওয়া ডাচরা এ ম্যাচে ঘুরে দাঁড়াতে চায়। অন্যদিকে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়া প্রোটিয়ারা এ ম্যাচে জয়ের পাশাপাশি নিজেদের রান রেট মজবুত করার দিকেও গুরুত্ব দিচ্ছে।

দক্ষিণ আফ্রিকা: কুইন্টন ডি কক(উইকেটরক্ষক), হাশিম আমলা, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক),   এবি ডিভিলিয়ার্স, জেপি ডুমিনি, ডেভিড মিলার, অ্যালবি মরকেল, ডেল স্টেইন, বেউরন হেনড্রিকস, ইমরান তাহির, লনওয়াবো তোতসোবে।

নেদারল্যান্ডস: স্টিফান মেবার্ঘ, মিচেল স্টোয়ার্ফ, ওয়েসলি বারেসি(উইকেটরক্ষক),টম কুপার, বেন কুপার, পিটার  বোরেন(অধিনায়ক), মুদাসসর বুখারি, লোগান ফন বিক, ফন ডার গটেন, পিটার সিলার, আহসান মালিক

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া