adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করা হবে : রফিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক : সংবিধান লঙ্ঘন করার অপরাধে প্রধানমন্ত্রীর (শেখ হাসিনা) বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।তিনি বলেন, সংবিধান লঙ্ঘন করে গত ৫ জানুয়ারি প্রধামন্ত্রী নির্বাচন করেছেন। সেই অপরাধে সংবিধানের ৭-এর (ক) অনুচ্ছেদ অনুযারি  শেখ হাসিনা ও বর্তমান সরকারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করা হবে।প্রধানমন্ত্রী থাকা অবস্থায়য় তার বিরুদ্ধে মামলা করা যাবে না তবে তিনি যখন প্রধানমন্ত্রী থাকবেন না তখন তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করা হবে বলে জানান তিনি।বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত স্বাধীনতা ও আমাদের অঙ্গীকার: প্রত্যাশা-প্রাপ্তি শীর্ষক সেমিনারে তিনি কথা বলেন।সংবিধান অনুযারি বর্তমান সরকার ও সংসদ অবৈধ মন্তব্য করে তিনি বলেন, এই অবৈধ সরকারের হাতে দেশের জনগণ ও গণতন্ত্র নিরাপদ নয়।  দেশের জনগণ ও গণতন্ত্রকে বাঁচাতে হলে এই অবৈধ সরকারকে ক্ষমতা  থেকে হটাতে হবে, অন্যথায় দেশের অস্তিত্ব হুমকির সম্মুখিনে উপনীত হবে।বর্তমান দেশে কোন বিরোধী দল ও বিরোধী দলীয় নেত্রী নেই দাবি করে বিএনপির এ নেতা বলেন, যে সংসদে বিরোধী দলীয় নেত্রী মন্ত্রী হোন সেই সংসদে বিরোধী দল বলে কোন দল থাকে না।আয়োজক সংগঠনের সভাপতি মুহাম্মদ সেলিম হোসাইনের সভাপতিত্বে সেমিনারে আরো উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, সাবেক সভাপতি ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া