adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রাস্তায় কণ্ঠ মেলালো লাখো বাঙালি

নিজস্ব প্রতিবেদক : জাতীয় প্যারেড গ্রাউন্ডের ভেতরে জায়গা না পাওয়ায় রাস্তায় দাঁড়িয়েই জাতীয় সংগীতে কণ্ঠ মেলালেন লাখো বাঙালি।প্যারেড গ্রাউন্ডের ভেতরে নির্দিষ্ট সময়ের আগেই তিন লাখ মানুষ সমবেত হয়। ফলে নতুন করে আর সেখানে কারো প্রবেশ করার কোনো সুযোগ ছিল না।দূর-দূরান্ত থেকে লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীতে কণ্ঠ মেলাতে আসা মানুষগুলোর বেশির ভাগই ভেতরে প্রবেশ করতে পারেননি। তাই বলে তারা নিরাশ হননি কেউ। জাতীয় সংগীতের সময় মানুষগুলো জাতীয় প্যারেড গ্রাউন্ডের নির্দিষ্ট সেক্টরগুলোর বাইরে দাঁড়িয়েই জাতীয় সংগীতে কণ্ঠ মেলান। আর সেখানেও যাদের জায়গা হয়নি তারা সুশৃঙ্খলভাবে রাস্তায় দাঁড়িয়ে লাখো কণ্ঠে সোনার বাংলা অনুষ্ঠানে শরীক হন।উল্লেখ্য, জাতীয় প্যারেড গ্রাউন্ডের ভেতরের ৩ লাখ লোক ছাড়াও এর আশপাশে রয়েছে কয়েক লাখ মানুষের উপস্থিতি। প্যারেড গ্রাউন্ডের আশেপাশের রাস্তায় দাঁড়ানো মানুষের সংখ্যা ছিল এক থেকে দেড় লাখ, যারা সবাই জাতীয় সংগীতের সঙ্গে কণ্ঠ মেলাতে দীর্ঘক্ষণ তপ্ত রোদে দাঁড়িয়ে রয়েছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া