adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মিরপুর বাঙলা কলেজে ছাত্রদের সংঘর্ষ – আটক ৫৮

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর বাঙলা কলেজে আধিপত্য বিস্তারের জের ধরে দুদল ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিরও শব্দও শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।  বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। 
এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে মোট ৫৮ ছাত্রকে আটক করেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার কিছু পরপরই হটাৎ করে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। দেশীয় অস্ত্রেসস্ত্রে সজ্জিত ছাত্ররা কলেজে ভাঙচুর ও চালায়। এছাড়াও তারা রাস্তায় চলাচলকারী কিছু যানবাহনও ভাঙচুর করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। 
মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জসিম উদ্দিনের নেতৃত্বে গ্রেফতার অভিযান শুরু করে। রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত অভিযান চালিয়ে ৫৮ ছাত্রকে আটক করে মিরপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে।
মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জসিম উদ্দিন  বলেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। মোট ৫৮ জনকে আটক করা হয়েছে। আধিপত্য বিস্তারের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। তবে আটককৃতদের জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া