adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিউইয়র্ক ছাড়তে সমস্যা হবে না মনিরুলের

ডেস্ক রিপোর্ট : গৃহকর্মীর করা মামলার কারণে নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশি কনসাল জেনারেল মনিরুল ইসলামের নিউইয়র্ক ছাড়তে  কোনো অসুবিধা হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সোমবার বিকেলে তিনি বলেন, নিউইয়র্ক ছাড়তে তার কোনো অসুবিধা হবে বলে আমরা মনে করি না।শিগগিরই মরক্কোর রাষ্ট্রদূত হিসেবে যোগ দেওয়ার কথা মনিরুল ইসলামের। এজন্য আগামী মাসের মাঝামাঝি সময়ে নিউইয়র্ক ছাড়ার কথা তার।এমনই সময়ে এ কূটনীতিকের বিরুদ্ধে গৃহকর্মীকে বাসায় আটকে রেখে নির্যাতন ও ঠিকমতো পারিশ্রমিক না দেওয়ার অভিযোগে মামলা করেন তার গৃহকর্মী মাসুদ পারভেজ রানা।এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি এখনো বিচারিক। তাই সরকার এ বিষয়ে কোনো পদক্ষেপ  নেওয়ার কথা ভাবেনি। তবে প্রয়োজন হলে সরকার কূটনীতিক মনিরুল ইসলামের পাশে দাঁড়াবে।কিছুদিন আগে নিউইয়র্কে ভারতের কনসাল  জেনারেল দেবযানি  গোবড়াখারের বিরুদ্ধে প্রায় একই অভিযোগে মামলা করা হয়েছিল। একই পরিস্থিতি নিউইয়র্কে বাংলাদেশের কনসাল  জেনারেল মনিরুল ইসলামের।নিউইয়র্ক থেকে মরক্কোয় বাংলাদেশের রাষ্ট্রদূত হয়ে যোগদানের কয়েকদিন আগে গত শুক্রবার মনিরুলের গৃহকর্মী মাসুদ রানা এ মামলা করেন। ম্যানহাটন ফেডারেল আদালতে করা ওই মামলায় আসামি করা হয়েছে বাংলাদেশের কনসাল জেনারেল মনিরুল ইসলাম ও তার স্ত্রী ফাহিমা ইসলাম প্রভাকে। এ মামলার আইনজীবী ডানা স্যাসম্যান, যিনি ভারতীয় কূটনীতিক দেবযানির বিরুদ্ধে একই ধরনের অভিযোগে আনা মামলা পরিচালনা করেছিলেন।এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যে এ বিষয়টি নিয়ে এক ধরনের ভীতির ভাব দেখা গেছে। কারণ, বিদেশে নিযুক্ত কূটনীতিকদের মধ্যে কনসাল জেনারেল মর্যাদা থেকে শুরু করে রাষ্ট্রদূত পর্যন্ত প্রায় সকল কর্মকর্তাই  গৃহকর্মী নিয়ে থাকেন। কিন্তু সত্য হল, তাদের কেউই গৃহকর্মীকে এতো টাকা বেতন দিতে পারেন না।এদিকে মামলা সম্পর্কে কনসাল জেনারেল মনিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, রানা নিউইয়র্ক ছাড়তে চান না বলেই এমন কারসাজি করেছেন। আমি তার পাসপোর্ট  চেয়েছিলাম মরক্কো যেতে কাগজপত্র তৈরির জন্য। কিন্তু তিনি এদেশ (যুক্তরাষ্ট্র) ছাড়তে চাইছিলেন না। আমি তাকে বলেছিলাম, আমি না থাকলে তুমি এখানে থাকতে পারবে না। এর কয়েকদিন পরেই তিনি বাসা থেকে পালিয়ে যান। পরে শুনি, আমার নামে মামলা হয়েছে।২০১২ সালের সেপ্টেম্বরে কুমিল্লার মুরাদনগরের রানাকে নিউইয়র্কে নিয়ে যান মনিরুল ইসলাম। তার দাবি, রানাকে নেওয়ার আগে বাবা নাসির উদ্দিনকে ১২ লাখ টাকা দিয়ে যান তিনি। 

রানার অভিযোগ
যুক্তরাষ্ট্রের আদালতে মাসুদ পারভেজ রানা অভিযোগ করেছেন, বাংলাদেশ থেকে আনার পর ম্যানহাটনের ৫৭ স্ট্রিটে কনসাল  জেনারেলের সরকারি বাসায় তাকে গৃহবন্দি করে রাখা হয়েছিল। ভোর ছয়টা  থেকে মধ্যরাত পর্যন্ত প্রায় ১৭ ঘণ্টা কাজ করতে হতো রানাকে। অথচ মাসে তিন হাজার ডলার বেতন দেওয়ার চুক্তি থাকলেও প্রায় ১৮ মাস তাকে মজুরিবিহীন রাখা হয়। ঘরের রান্নাবান্না, পরিষ্কার-পরিচ্ছন্ন করা, কাপড় ধোয়াসহ সব কাজ তাকে দিয়ে করানো হতো। তার কাছ  থেকে পাসপোর্ট নিয়ে  নেওয়া হয়। যাতে তিনি ঘরের বাইরে বের হলেই পুলিশের হাতে আটক হন।অভিযোগে আরও বলা হয়, রানার সঙ্গে দাসের মতো ব্যবহার করতেন মনিরুল ইসলাম ও তার স্ত্রী। এছাড়া কয়েক দফায় রানা শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়েছেন বলেও অভিযোগে বলা হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া