adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জিএসপি ইস্যুতে মার্কিন বক্তব্য দুর্ভাগ্যজনক


নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশের জিএসপি সুবিধা ফিরে পাওয়ার বিষয়ে মার্কিন কংগ্রেসম্যান ও জিএসপি সংক্রান্ত কমিটির চেয়ারম্যান রবার্ট মেনেনডেজের বক্তব্য অনাকাঙ্খিত, অনভিপ্রেত ও দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।মন্ত্রী বলেছেন, মঙ্গলবার যুক্তরাষ্ট্র  থেকে তৈরি পোশাকশিল্প মালিকদের সমিতিকে (বিজিএমইএ) একটি বার্তা পাঠানো হয়েছে। ওই বার্তায় বলা হয়েছে, বাংলাদেশের তৈরি  পোশাক কারখানায় এখনও শ্রমিক অসন্তোষ রয়েছে। শ্রমিকদের উপযুক্ত কর্মপরিবেশও নেই।মঙ্গলবার সচিবালয়ে জার্মান রাষ্ট্রদূত আলব্রেসট কনসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকৃদের সঙ্গে আলাপকালে এসব তথ্য  দেন বাণিজ্যমন্ত্রী।তিনি আরো বলেন, আমরা যখন যুক্তরাষ্ট্রের প্রায় সবগুলো শর্ত পূরণ করেছি ৩১ মার্চের মধ্যে বাকিগুলোও পূরণ করবো। কিন্তু ঠিক এ সময়ে এ ধরনের একটি বার্তা আমাদের জন্য অনাকাঙ্খিত ও দুর্ভাগ্যজনক।রান্না প্লাজা দুর্ঘটনার পরে বাংলাদেশে এখনো পর্যন্ত বড় ধরনের  কোনো দুর্ঘটনা ঘটেনি উল্লেখ করে মন্ত্রী বলেন, এ মুহূর্তে বাংলাদেশে  কোনো শ্রমিক অসন্তোষও নেই। তারপরও এ ধরণের একটি বার্তার বিষয়ে আমরা সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করবো।মন্ত্রী আরো বলেন, আমরা আশা করি আমাদের কার্যক্রম ও বাস্তবতা পর্যালোচনা করে যুক্তরাষ্ট্র সঠিক সিদ্ধান্ত নেবে।  

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া