adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

খায়রুল হক সংবিধান অবজ্ঞা করেছেন

নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক আইনমন্ত্রীকে বিচার বিভাগের অভিভাবক বলায় তিনি সংবিধানকে অবজ্ঞা করেছেন বলে অভিযোগ করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। এ অভিযোগ এনে আইন কমিশনের চেয়ারম্যান পদে দায়িত্ব থাকা খায়রুল হককে বরখাস্ত করতে সরকারের প্রতি দাবি জানানো হয়।মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টের দক্ষিণ হলে সমিতির আয়োজনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ জে  মোহাম্মদ আলী এ অভিযোগ করেন।লিখিত বক্তব্য তিনি বলেন, গত শনিবার ঢাকায় বিচার প্রশাসন প্রশিক্ষণ মিলনায়তনে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক আইমন্ত্রীকে তার উপস্থিতিতে বিচার বিভাগের অভিভাবক বলেছেন। খায়রুল হকের এটা অজানা নয় যে, বিচার বিভাগ কখনো শাসন বিভাগ বা মন্ত্রীদের অধীনস্ত নয়।মোহাম্মদ আলী বলেন, আইনমন্ত্রীকে বিচার বিভাগের অভিভাবক হিসেবে আখ্যায়িত করে তিনি বাংলাদেশের সংবিধানের প্রতি অবজ্ঞা প্রদর্শন করেছেন। সুপ্রিম কোর্টসহ সকল বিচার ব্যবস্থাকে আইন মন্ত্রণালয়ের অধীনস্থ করেছেন যা স্বাধীন বিচার ব্যবস্থার প্রতি তার অবজ্ঞা এবং সরকারের  তোষামোদ নীতির প্রমাণ করে।খায়রুল হক বিচার ব্যবস্থাকে ধ্বংস করার জন্য আইনমন্ত্রীকে বিচার বিভাগের অভিভাবক হিসেবে আখ্যায়িত করেছেন বলে অভিযোগ করেন তিনি।সাবেক এই প্রধান বিচারপতি আইনমন্ত্রীকে বিচার বিভাগের অভিভাবক হিসেবে আখ্যায়িত করায় নিন্দা ও প্রতিবাদও জানিয়েছে আইনজীবীদের এ সংগঠনটি।সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক বর্তমানে আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। মোহাম্মদ আলী বলেন, খায়রুল হক ওই মন্তব্যের কারণে আইন কমিশনের চেয়ারম্যানের পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। তাই অবিলম্বে তাকে এ পদ থেকে পদত্যাগ করতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আহ্বান জানাচ্ছে। তা না হলে সরকারের কাছে খায়রুল হককে আইন কমিশনের চেয়ারম্যানের পদ থেকে বরখাস্তের দাবি জানিয়েছেন তিনি।সংবাদ সম্মেলনে সমিতির সম্পাদক এ এম মাহবুব উদ্দিন খোকনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া