adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আমেরিকায় ভূমিধসে নিহত ১৪, নিখোঁজ ১৭৬

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার রাজধানী ওয়াশিংটনের উত্তর সিয়াটলের এক প্রত্যন্ত অঞ্চল ওসোতে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিধসে মৃত ও নিখোঁজ ব্যক্তির সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ পর্যন্ত ভূমিধসের ঘটনায় নিহত হয়েছেন অন্তত ১৪ জন এবং এখনো নিখোঁজ রয়েছেন প্রায় ১৭৬ জন।ভূমিধসের পর গতকাল আরও ছয়জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এদিকে ভূমিধসের দুই দিন পরও নিখোঁজের সংখ্যা অব্যাহতভাবে বাড়ছে। রোববার যেখানে নিখোঁজের সংখ্যা ছিল মাত্র ১৮, সেখানে একদিন পরেই সোমবার সকালে তা বেড়ে দাঁড়ায় ১০৮-এ এবং দিনের শেষে এই সংখ্যা আরো বেড়ে দাঁড়ায় ১৭৬-জনে।সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নিখোঁজ ব্যক্তিদের জীবিত অবস্থায় উদ্ধার করার সম্ভাবনা ক্রমাগত কমছে বলে জানিয়েছে স্থানীয় জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। ফলে প্রাণহানির সংখ্যা আরো অনেক বাড়তে পারে।এদিকে একই অঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। পরিস্থিতিকে অত্যন্ত ভয়াবহ হিসেবে আখ্যায়িত করে স্থানীয় দমকল বাহিনীর প্রধান ট্রাভিস হটস বলেন, আমরা এখনো আশা করছি, যারা বেঁচে আছেন তাদের হয়তো আমরা উদ্ধার করতে পারবো। কিন্তু এটাও সত্যি যে, এখনো পর্যন্ত কাদামাটির স্তূপের মধ্য থেকে কাউকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পারিনি আমরা। তবে উদ্ধারকারী দলের সদস্যরা তাদের সর্বোচ্চ সাধ্য অনুযায়ী উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।ভূমিধসের ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে বর্তমানে ইউরোপে অবস্থান করছেন। তবে ভূমিধস আক্রান্ত অঞ্চলে ত্রাণ সহযোগিতা ও উদ্ধারকাজ সংক্রান্ত এক জরুরি ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন তিনি।প্রসঙ্গত, গত শনিবার সকালে ওয়াশিংটনের ওসো অঞ্চলের কাছে একটি পার্বত্য এলাকায় প্রবল বর্ষণে মাটি ভিজে ও নরম হয়ে ভূমিধসের ঘটনা ঘটলে এলাকাটির বহু বাড়িঘর পুরোপুরি বিধ্বস্ত হয় এবং কাদামাটির নিচে দেবে যায়। এরপর থেকেই অঞ্চলটির বহু মানুষ নিখোঁজ রয়েছেন। 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া