adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আমার বুঝি খিদে পায় না ?

নিজস্ব প্রতিবেদক :একটা ঝরঝরে বোমা-খাওয়া বাড়ি। বাড়ির সামনে লাখ লাখ  লোক। গোঁতাগুঁতি লাইন। কারও ক্ষোভ  ফেটে পড়ছে, কারও  সেটাও  দেখানোরও ক্ষমতা নেই।  কেউ কেউ লাইন থেকে ছিটকে পড়ে যাচ্ছে। নিজেকে টেনে তোলার শক্তিটুকুও নেই। পাতা-সেদ্ধ খেয়ে কি দুপায়ে দাঁড়ানো যায়? এরা আসলে অনেক দিন খায়নি। আর ওই বাড়িটায় বিলোনো হচ্ছে খাবারের প্যাকেট। কিন্তু সবাইকে কি দেয়া যাচ্ছে? মোটেও না। কজন পেটে জ্বলন্ত আগ্নেয়গিরি নিয়ে শান্ত ভাবে লাইনে দাঁড়াতে পারে? ভয়েই প্রাণ আকুল! আমি অবধি পৌঁছবে তো? এই, আমায় একটু সামনে যেতে দাও তো! হাতাহাতি, ঠেলাঠেলি!এটা সিরিয়া। সে দেশের যুদ্ধপরিস্থিতি খতিয়ে বিচার করার জন্য জাতিসংঘ একটি কমিশন গঠন করেছে। তারা বলেছেন, অন্তত আড়াই লাখ মানুষ  দেশের নানা যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে অবরুদ্ধ। সেখানে মানুষ নিংড়ে যাচ্ছে অবিরত। বাড়ি  ভেঙে পড়ছে, ছাদ  নেই কিংবা ঝুলছে, দেওয়ালে বিশাল বিশাল ফুটো, বোমা আর শেলিং-এর তোড়ে। খাবার নেই। প্রচণ্ড অপুষ্টি, অনাহারে মৃত্যুও কম নয়। দেশের বিভিন্ন অঞ্চলে নানা বিদ্রোহী  গোষ্ঠী। ২০১১  থেকে যুদ্ধ-পাল্টা যুদ্ধের  ঠেলায় ইতিমধ্যে মরে গিয়েছে সিরিয়ার অন্তত দেড় লাখ মানুষ। সামরিক আক্রমণের পাশাপাশি চলছে খুন, ধর্ষণ,  জোর করে লোপাট। বিদ্রোহীরাও যেখানে পারছে এই অস্ত্রগুলোই প্রয়োগ করছে। তবে রাষ্ট্রের ক্ষমতা অনেক বেশি। আর সেই ক্ষমতা যথেচ্ছ প্রয়োগ করতে  প্রেসিডেন্ট আসাদের  কোনো বিবেকের বালাই নেই।কিন্তু শুধু এই নয়। বিদ্রোহীদের শায়েস্তা করতে সরকার আর একটি অস্ত্র প্রয়োগ করছে। তার নাম অবরোধ। অস্ত্রটা দারুণ। সরকার বিদ্রোহীদের কবলে থাকা অঞ্চলগুলোয় খাবার সরবরাহ বন্ধ করে  রেখেছে। কখনো পানি আর ওষুধও। বিশেষ করে উত্তর-পূর্ব সিরিয়ার তিনটি প্রদেশে অবস্থা এখনো ভয়াবহ, বলছে জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড  প্রোগ্রাম। আসাদের  স্লোগান: হয় আত্মসমর্পণ করো, নয়তো খিদের জ্বালায় মরো। মরছে সাধারণ মানুষ। বিদ্রোহীরা যত অবাধ্য, মানুষের প্রতি অত্যাচার সমানুপাতে বাড়ছে। আসলে এটাও একটা যুদ্ধ। তুমি বাগে আসবে না  তো আমিও খাবার ঢুকতে  দেব না, আন্তর্জাতিক সংস্থাকে সাহায্য করতে  দেব না। কী করবে করো। এই যুদ্ধে  কে জেতে  দেখি। এটা আসলে মারাত্মক অস্ত্র। পেটের জ্বালা বড় জ্বালা।এ কোনো অভিনব পন্থা নয়। খাবার বন্ধ করে অবাধ্যদের পোষ মানানো চলেছে সেই প্রাগৈতিহাসিক কাল থেকে। এই মুহূর্তেই পৃথিবীর নানা জায়গায় তার দাপট চলছে। যেমন এখন নতুন করে পশ্চিম সুদানের দারফুরে। যুদ্ধ মানেই অসহায় মানুষের ভাত বন্ধ।অথচ, মানবতার প্রথম শর্ত,  বেঁচে থাকার প্রাথমিক প্রয়োজন খাবার, পানি, ওষুধ বন্ধ করতে পারো না। যা-ই ঘটুক না কেন,  তোমার স্বার্থসিদ্ধির জন্য অন্যের প্রাণ বাজি রাখতে পারো না। যুদ্ধের সময়েও এই  মৌলিক নীতি  মেনে চলতে হবে, বলেছে নানা আন্তর্জাতিক চুক্তি এবং সনদ। কদিন আগেই নিরাপত্তা পরিষদ সমস্বরে জানিয়েছে, সিরিয়ায় খাবার পাঠানোয় বাধা দেয়া চলবে না। এই অনুশাসন কেবল আসাদের বিরুদ্ধে নয়, কারণ বিদ্রোহীরাও অনেক জায়গায় খাবার ঢুকতে দিচ্ছে না। কিন্তু কি সরকার, কি বিদ্রোহী,  কে শুনবে জাতিসংঘের আদেশ? সিরিয়ার মানুষ ধরে নিয়েছেন, ঘাতক অবরোধ চলবে। এটাই এখন জীবন।রাজধানী দামেস্কের কাছেই উদ্বাস্তু শিবিরের বাইরে যে বাচ্চা ছেলেটা দাঁড়িয়ে ছিল, তাকে এক সাংবাদিক জিজ্ঞাসা করেছিলেন, কী,  কেমন? প্রথমটায় বেশ ডাঁটে উত্তর দিয়েছিল সে, ঠিকই আছে, জীবন তো তত খারাপ নয়। সে কি হেরে যাবে, তার কি সাহস কম? মোটেও না। কিন্তু আর তার পরেই কোথা থেকে যেন একটা বিরাট ঝড়-জল-বৃষ্টি ওর  ভেতর  থেকে ছিটকে বেরিয়ে এসেছিল, হাউহাউ করে  কেঁদে ও বলেছিল, আমার বুঝি খিদে পায় না?

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া