adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

লজ্জার রেকর্ড গড়ে ডাচদের পরাজয়

ক্রীড়া প্রতিবেদক : নেদারল্যান্ডসকে মাত্র ৩৯ রানে গুড়িয়ে দিয়ে ৯ উইকেটের দুর্দান্ত এক জয় পেয়েছে শ্রীলঙ্কা। আগের ম্যাচেই রেকর্ড গড়ে সুপার টেনে ওঠা ডাচরা এখন টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড গড়লো।
সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই লঙ্কান বোলারদের  তাপের মুখে পড়ে ডাচ ব্যাটসম্যানেরা। দুই পেসার অ্যাঞ্জেলো ম্যাথিউস ও লাসিথ মালিঙ্গা এবং অফস্পিনার অজন্তা মেন্ডিসের দুর্দান্ত বোলিংয়ে ১০.৩ ওভারেই গুটিয়ে যায় নেদারল্যান্ডসের ইনিংস।
ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলে ডাচ ব্যাটিং লাইনআপে প্রথম আঘাত হানেন পেসারা নুয়ান কুলাসেকারা। পরের ওভারে পরপর দুই বলে দুটি উইকেট তুলে নেন ম্যাথিউস। ১ রানে ৩ উইকেট হারিয়ে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া নেদারল্যান্ডস ওখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি।
নেদারল্যান্ডসের পক্ষে সর্বোচ্চ ১৬ রান করেন টম কুপার। আর কেউই দুই অঙ্কের রান করতে পারেননি।
মেন্ডিস ও ম্যাথিউস ৩টি করে উইকেট নেন। আর মালিঙ্গা নেন ২ উইকেট।
জবাবে ১৫ ওভার বাকি রেখে ৯ উইকেটের অসাধারণ এক জয় তুলে নেয় টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের সেরা দল শ্রীলঙ্কা।
কৌশল পেরেরা ১৪ রানে আউট হয়ে গেলেও অপরাজিত থেকে দলকে লক্ষ্যে পৌছে দিয়ে মাঠ ছাড়েন তিলকরতেœ দিলমান (১২) ও মাহেলা জয়াবর্ধনে (১১)।
প্রথম পর্বের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে দারুণ নাটকীয় এক জয় নিয়েই ‘সুপার টেন’এ উঠে আসে নেদারল্যান্ডস। ওই ম্যাচে মাত্র ১৩.৫ ওভারে ১৮৯ রানের লক্ষ্য পাড়ি দেয়ার পাহাড়সম আত্মবিশ্বাস নিয়েই সুপার টেনের প্রথম ম্যাচে খেলতে নেমেছিল তারা।
শুধু তাই নয়, প্রায় অসাধ্য সাধনের ওই ম্যাচে এক ইনিংসে সবচেয়ে বেশি ১৯টি ছক্কা মারার রেকর্ডও গড়েছিল নেদারল্যান্ডস। তাছাড়া টি-টোয়েন্টির পাওয়ার  প্লেতে সর্বোচ্চ ৯১ রানের রেকর্ডটিও নিজেদের করে নিয়েছিল দলটি।
কিন্তু তিন দিন আগেই অমন দুর্দান্ত খেলে রীতিমত উড়তে থাকা ডাচদের মাটিতে নামিয়ে আনলো শ্রীলঙ্কা।
প্রতিপক্ষকে সর্বনিম্ন রানের লজ্জা দেয়ার পাশাপাশি টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি বল হাতে রেখে জয়ের রেকর্ড গড়েছে শ্রীলঙ্কা।

এর আগে ২০১২ সালের ১৪ মার্চ, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৭৬ বল হাতে কেনিয়াকে হারিয়েছিল আয়ারল্যান্ড।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া